সিদ্দিক হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা বটমূল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে ৪০তম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্টল প্রদর্শনী করেন।
নিউজবিজয়২৪.কম/এফএইচএন