এলো ঐ বড়দিন
হাসি খুশি সারাদিন,
টুপ টাপ কুয়াশায়
কালোটা ঘুম যায়,
ভোর হল উঠ সব
সাজ সাজ কলরব।
পথ ঘাট রৈ রৈ
বড়দিন এলো ঐ
সূর্যমামা শোনো না
বেশি দূর যেও না।
ছোট দিন বলোনা
এতটুকু বুঝো না
শীতে কাঁপে থরথর
পাতা ঝরে মরমর।
বড়দিন খুশি মাখা
গীর্জায় ঝুলে পাখা,
মন্দিরে বাজে ঢাক
মসজিদে শোনো হাঁক,
নব সাজে প্রকৃতি
বাইবেল সংস্কৃতি,
সবাকার মনে মনে
মিষ্টি মিঠাই এনে
সারাদিন গীর্জায়
প্রভুকেই ডেকে যায়
হাসি খুশি সমাজে
সম্প্রীতির আমেজে,
মানুষের কল্যাণে
বর মাগো ভগবানে,
খোকাখুকো যায় ঐ
বড়দিন এল ঐ।