
ভারতের সিকিমের দেশটির সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ সেনা। ট্রাকটিতে ২০ জন সেনা সদস্য ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয়ের সাথে থাঙ্গুর দিকে যাচ্ছিল ট্রাকটি। সে সময়ই একটি পাহাড়ি বাঁকে ট্রাকটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক এবং গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের আকাশপথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের সেনাবাহিনীর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক টুইট বার্তায় এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, দেশের জন্য এটা অনেক বড় ক্ষতি।সূত্র: এনডিটিভি