
ভোলায় এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন ও ইয়ুথস অরগান এর উদ্যেগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার ৭ জানুয়ারি ভোলায় উপকূলীয় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। প্রায় ২২ টি শীতার্থ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন এরাইজের পর “এরআইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন”ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ইয়ুথস অরগানের প্রতিষ্ঠাতা কাজী এসানুল হক জিহাদ,এএইচসি ভোলা জেলার সহ-সভাপতি মোঃ ওমায়ের হোষেন ওভি সহ সদস্যবৃন্দরা। এ সময় কাজী এসানুল হক জিহাদ বলেন, অসহায় ও দারিদ্রদের জন্য তারা সবসময় কাজ করে আসছেন। ভোলা জেলায় ইয়ুথ’স অরগান ও এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন অসহায় দারিদ্রদের জন্য সবসময় সচেষ্ট থাকবে।
নিউজবিজয়২৪/এফএইচএন