
চোরা চালানের মাধ্যমে অবৈধ ভাবে আনা ভারতীয় কম্বলসহ এক জনকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
জানা যায়,গত ১২-১৪ তারিখ পৌষ/কুম্ব মেলা উপলক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হলে।সেই সুযোগে লোগাং বিজিবি চেক পোষ্ট দিয়ে এই কম্বল বাংলাদেশে আনা হয়।
অধ্য ৩০ জানুয়ারী,রোজ সোমবার,খাগড়াছড়ি জেলার, মহালছড়ি উপজেলায়,বেলা ১১:০০ টার সময়, ভারতীয় কম্বল অন্যত্রে নেওয়ার সময়।
গোপন সংবাদের ভিত্তিতে, এস আই (নিঃ) আরাফাত বিন ইউসুফ, এস আই (নিঃ) কে আর আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাহাড়িকা মহালছড়ি সুপার সার্ভিসের বাস কাউন্টার এর সামনে থেকে,আসামী- মোঃ আব্দুর রহমান (২৮), কে আটক করে।
উল্লেখ্য যে, ভারতের তৈরী ০৫ টি সাদা প্লাস্টিকের বস্তায়, প্রতিটি বস্তার ভিতর ১০ টি করে মোট-৫০ টি ভারতীয় কম্বল পাওয়া যায়। যার বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
অতপর,আসামী মো:আব্দুল রহমান(২৮) কম্ভলের বৈধতা দেখাতে না পারায় তাকে এবং জব্দকৃত মালামাল সহ মহালছড়ি থানায় নেওয়া হয়।
পুলিশের কাজ থেকে জানা যায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।