
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারকে শ্লীলতাহানি করা মামলায় ঐ উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
রোববার (১৯ মার্চ) সকালে লালমনিরহাট জেলা জজ আদালতে হাজিরা দিতে আসলে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম শুনানি শেষে উপজেলা চেয়ারম্যান মামুন সহ ১২জনকে জেল হাজতে প্রেরন করে।
নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
মামলার বিবরনে জানা যায়, মামলার বাদীনি হাতীবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার গত বছরের ৭নভেম্বর চেয়ারম্যানের অফিসে টিআর, কাবিখা প্রকল্পের বিষয়ে কথাবার্তা বললে আসামি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন তার নিকট নিকট
২লক্ষ টাকা চাঁদা দাবী করে। এবং হত্যা ও লাশ গুম করারর হুমকি দেয়। এ ব্যাপারে বাদীনি আদালতে উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা দায়ের করে। মামলায় আসামীরা হাজিরা না দিলে উচ্চ আদালত তাদের হাজিরা দেয়ার ৬ সপ্তাহ সময় দেয়। কিন্তু সে সময়েও তারা হাজিরা দেননি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। আজ রোববার তারা আদালতে আসলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২জনকে কারাগার প্রেরণ করে লালমনিরহাট জেলা জজ আদালতের বিচারক ইসরাফিল আলম।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকমল হোসেন বলেন উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তাদের কে কারাগারে পাঠানো হয়েছে।