হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন কতৃর্ক আয়োজিত এক প্রস্তুতি সভা অনষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সদর শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে কমিশনের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় ১০ জানুয়ারি কমিশনের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসুচী গ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন কমিশনের নির্বাহী সভাপতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু,সম্পাদক শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্ম্দ বাবলু, যুগ্ন সম্পাদক দইখাওয়া আর্দশ ডিগ্রী কলেজের প্রভাষক আঃ ছালাম প্রমুখ।
সভায় দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করেছে।