
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একশন এইড বাংলাদেশ এর সহযোগীতা ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে মিডিয়া ফেলোশিপ/২০২২ অংশ গ্রহনকারী ৫ সংবাদকর্মীকে সম্মাননা স্বারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১২ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রথম পাতায় ভাতাভোগীসহ নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ফুলবাড়ীর চিত্র তুলে ধরায় মিডিয়া ফিলোশিপে প্রথম হয়েছেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অনিল চন্দ্র রায়। বুধবার দুপুর ২টায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) কার্যালয়ে দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায়কে প্রথম পুরুস্কার হিসাবে সম্মাননা স্বারক ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আজিজ মজনু ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান। এ সময় দ্বিতীয় স্থান অধিকারী দৈনিক তৃতীয় মাত্রার পত্রিকার প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজকে সম্মাননা স্বারক ও নগদ ৮ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী দৈনিক গণকন্ঠের প্রতিনিধি হাবিবুর রহমানকে সম্মাননা স্বারক ও নগদ ৬ হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারী দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ও সময়ের কাগজের প্রতিনিধি আলমগীর হোসেন আসিফকে সম্মাননা স্বারক ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সম্মাননা স্বারক অনুষ্ঠানে প্রধান অতিথি ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, একশন এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমাইয়া আক্তার, প্রজেক্ট অফিসার লুৎফর রহমান রাফিন, ইয়ুথ হাবের রেজওয়ানা হাবিবা রিমি ও পিতম্বর বর্মণ কৃষ্ণ উপস্থিত ছিলেন। অংশ গ্রহনকারী দৈনিক ইত্তেফাকের সংবাদদাতাসহ ৫ তরুন সংবাদকর্মী মিডিয়া ফেলোশিপ পাওয়ায় একশন এইড বাংলাদেশ এর সহযোগীতা ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল আজিজ মজনু ও বিশেষ অতিথি আব্দুর রহমান মিডিয়া ফিলোশিপ পাওয়া পাঁচ তরুণকে ফুলবাড়ী উপজেলার অবহেলিত ও সুবিধা বি ত মানুষদের দূর্ভোগের চিত্র তুলে ধরায় এই পাঁচ তরুণ সংবাদকর্মীকে অনুপ্রেরনা দিয়ে পথ চলার দিক নিদের্শনা তুলে ধরেন। সেই সাথে ইউএসএস কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।