লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, মিডিয়ার ভূমিকা প্রশংসনীয়।দ্রুত তথ্য পেতে আমাদেরকে মিডিয়া সাহায্য করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা মোকাবেলায় আমাদের সক্ষমতা রয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছে। রোববার দুপুরে বন্যা দুর্গোত এলাকা পরিদর্শন ও উপজেলার পূর্ব হলদীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুকনো খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি করে চিনি, লবণ ও মশুরের ডাল, ২ কেজি চিড়া, আধা কেজি লুডস ও ১ লিটার সোয়াবিন তেল ছিল।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও (অতিরিক্ত দায়িত্ব)রবিউল হাসান, ডাঃরমজান আলী,পিআাইও ফেরদৌস আহমেদ, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম রোকন উপস্থিত ছিলেন।শেষে হাতীবান্ধা মেডিকেল টিম বন্যার্তদের মাঝে ঔষধ বিতরণ করেন।