
আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফখরুল-আব্বাসের জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। ওইদিন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে তাদের।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান আইনজীবী জয়নুল আবেদীন আবেদন এ তথ্য জানিয়েছেন।
তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা হাইকোর্ট বিভাগে জামিন আবেদন করেছিলাম। আদালত উভয়পক্ষকে শুনে ৬ মাসের জামিন মঞ্জুর এবং রুল ইস্যু করেছিলেন। এখনও সেই আদেশ ওই আদালতেই আছে। আমি জীবনে কখনো শুনিনি, সরকারপক্ষ সংবাদপত্রের সামনে বলে আমরা ক্ষুব্ধ হয়েছি। সরকার কিন্তু সবার।
জয়নুল আবেদীন বলেন, একটি মিস কেস পেন্ডিং থাকা অবস্থায় আমরা এখানে জামিন আবেদন করেছি। আমাদের কাছে যথেষ্ট জবাব থাকার পরও আমরা যখন জবাব দিতে শুরু করেছিলাম, আদালত আর এ বিষয়ে না শুনে আগামী ৮ জানুয়ারি পূর্ণ আদালত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।