আব্দুল মজিদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৬ কেশবপুর আসন থেকে আবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলে জানা গেছে। ফলে লজ্জায় পড়ছেন যারা চ্যালেঞ্জ করে বলতেন প্রতিমন্ত্রী এবার মনোনয়ন পাবেননা। মনোনয়ন প্রকাশের পর এখন তারা কি করবেন সেটা না বললেও তাদের শুভাকাংঙ্খিরা বলছেন জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন তার সাথে থেকেই নির্বাচন করা ছাড়া উপায় নেই। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি মনোনয়ন পেয়েছেন এখবর পাওযার পর কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে মিষ্টি খাওয়ার ধুম পড়ে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতা কর্মী সমর্থকরা আনন্দ উল্লাস করাসহ মিষ্টি খাওয়ায় মেতে ওঠে। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান এমপি ইসমাত আরা সাদেককে দলীয় মনোনয়ন দেয়ায় কেশবপুর আসনের সকলের মধ্যে বাঁধ ভাঙ্গা আনন্দ বিরাজ করছে। নির্বাচনী আচরণ বিধির কারনে আনন্দ মিছিল করা হয়নি। উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ ও ছাত্রলীগের যুগ্ন আহবায়ক খন্দকার আব্দুল আজিজ বলেন, ইসমাত আরা সাদেককে দলীয় মনোনয়ন দেয়ায় কেশবপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আনন্দে আত্মহারা।