ঢাকা: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। ইতোমধ্যেই বহু মানুষ ভবনটি থেকে লাফিয়ে পড়ে হতাহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
তবে কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে গিয়ে পানির সংকটে পড়েছেন। ২২ তলা ভবনটিতে বহু লোকজন আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অনেকেই বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর ভবনটি থেকে প্রচুর কালো ধোঁয়া কুণ্ডলি পাঁকিয়ে বের হচ্ছে। ভেতরে আটকা পড়েছেন অনেকে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকেই বাইরে দিয়ে তার বেয়ে নামার চেষ্টা করছেন। নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। তবে শোনা যাচ্ছে বেশ কজন সাততলা থেকে লাফ দিয়েছেন।