কাজী আলতাব হোসেন, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : সম্প্রতি লালতীর কোম্পানীর প্রায় ৩০ লাখ টাকা আত্বসাধের দায়ে
চাপারহাটের সার বীজ ও কীটনাশক ব্যবসায়ী (ডিলার) একরামুল হক (৪০) কে গত রবিবার গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, দীর্ঘ্য দিন যাবত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার আঃ রহমানের পুত্র উক্ত ব্যবসায়ী একরামুল হক লালতীর সীড লিঃ (বীজ কোম্পানী) নিকট থেকে বাকীতে বীজ ও বালাই নাশক এর ব্যবসা করিয়া আসিতেছিল। দীর্ঘ্যদিনে ব্যবসা পরিচালনায় প্রায় ৩০ লাখ টাকা বকেয়া অনাদায় হয়ে পড়েছে। উক্ত বকেয়া টাকা আদায়ে প্রায় চার বছর যাবত ব্যর্থ হয়ে অবশেষে কোম্পানীর এরিয়া ম্যানেজার সাইখুল আহসান বাদী হয়ে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্টেট এর অর্থ ঋন আদালতে সিআর নং ৪৭৭/১৮ একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করিলে গত ২৪/০৩/১৯ ইং তারিখে একরামুল হককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে বলে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন নিশ্চিত করেছেন।