
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধুমেলা-২৩ উদ্যাপন উপলক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে সাগরদাঁড়ী মধুমে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সার্কেল এসপি আশেকসুজা মামুন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আরফুজ্জামান, থানা অফিসার ইচার্জ মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমুখ। ১০ জানুয়ারী অনুষ্ঠিত এ সভায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।