রেজাউল করিম রাজ্জাক আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারী উপজেলা সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের শূন্য আসনের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী অনন্ত কুমার নৌকা মার্কায় প্রতিক নিয়ে ৩,০৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন এনামুর হক মাস্টার ঘোড়া মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২,৯৯৩ ভোট। মোট ১০ টি কেন্দ্রে ভোটার কাষ্ট ১০,৫৬৫ তার মধ্যে বৈধ ভোট ছিল ১০,৪২৯, বাতিল ভোটের সংখ্যা ১৩৬ ।
মোট ভোটার সংখ্যা ছিল ১৯,২৫১ ভোট। তার মধ্যে পুরুষের সংখ্যা ৯,৫৩৫ এবং মহিলা ৯৭৩০ ভোট।
সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের শূন্য আসনের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছিলেন তারা হলেন অনন্ত কুমার (নৌকা), আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) , এনামুল হক মাষ্টার (ঘোড়া), আসাদুজ্জামান (আনারস) ও রইচ উদ্দিন ( অটোরিক্সা)
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধায় উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আবু সাঈম ফলাফল ঘোষনা করেন।
উল্লেখ্য আদিতমারী উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহন করায় ঐ আসনটি শূন্য ঘোষনা করা হয়।
Related