কিশোর কিশোরীদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক এর রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আওতায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্র ধর। ব্র্যাক জেলা প্রতিনিধি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, অধ্যক্ষ এন্তাজুর রহমান। সংলাপে সাংবাদিকগন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমাজে বিভিন্ন ভূল ধারনা ও অজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দফতরে স্বাস্থ্য সেবা বিষযক প্রচারণা,উঠান বৈঠক ও ফলোআপের জন্য ৫জনকে ইয়্যুথ চ্যাম্পিয়ন ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
শিরোনাম:-
সুস্থ্য ও মানসিক বিকাশ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ
-
রেজাউল করিম রাজ্জাক .বিশেষ প্রতিনিধি:-
- প্রকাশিত সময়: ০৬:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- 84
জনপ্রিয় সংবাদ