
লালমনিরহাট আদিতমারী সরকারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ভাদাই জিএস মডেল মডেল সকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক বিশিষ্ট শিক্ষিনুরাগী স্বগী’য় কান্তেশ্বর বম’ন এঁর ১২৭তম শুভ জন্মবাষি’কী উদযাপিত হয়।
দিবসটি পালন উপলক্ষে সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বর পাড়ায় বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে কান্তেশ্বর পাড়া স্মৃতি চত্বরে স্বর্গীয় কান্তেশ্বর বর্মন সংসদের আয়োজনে,তাঁর স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,বিশেষ প্রার্থনা করা হয়।
পরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি অব:প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র বর্মনের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর আলী। কান্তেশ্বর বর্মন সংসদের সাধারন সম্পাদক বীরেন্দ্র নাথ রায়ের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীর, লালমনিরহাট জেলা স্কাউটস এর সম্পাদক মোজাম্মেল হক,সোনালী ব্যাংকের অবঃ অফিসার বাবু রত্নেশ্বর রায় প্রমূখ। এসময় বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু,আদিতমারী উপজেলা কৃষকলীগের সভাপতি বাদশা আলমগীর,সোনালী ব্যাংকের অবঃ ম্যানেজার বারীন্দ্র কুমার বম’ন,মসুরদৈলজোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস নীলকমল রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ন সম্পাদক রুপকান্ত রায় শিক্ষক বকুল চন্দ্র রায়,প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র রায় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বক্তাগন বিশিষ্ট শিক্ষানরাগী স্বগী’য় কান্তেশ্বর বম’ন এঁর নামে একটি কল্যান ট্র্যাস্ট গঠনের জোড় দাবী জানান।