
হঠাৎ উধাও মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক- এমন অভিযোগ করেছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা নাজমুল হাসান দুপুরে জানান, বেশ কিছুক্ষণ ধরে গ্রামীণফোনের কোনও সংযোগ পাচ্ছি না। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না।
ময়মনসিংহ থেকে একজন জানান, অনেকক্ষণ ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছি না। কী হয়েছে জানি না। প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের সেটিংসে কোনও সমস্যা। পরে খোঁজ নিয়ে জানলাম গ্রামীণ সিম ব্যবহারকারী সবারই একই অবস্থা।
রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের আইনজীবী জাবেদ ফেসবুকে লিখেছেন, ঘণ্টা দুই ধরে গ্রামীণফোনের সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?
মিজানুর রহমান নামের একজন লিখেছেন, মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছেন কোনও এলাকায়?