লাললমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা লতিফুল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লতিফুল ইসলাম লাললমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী মনিরাবাদ এলাকার রুহুল আমিনের ছেলে।
নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
বড়খাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ বড়খাতা হাইওয়ে থানায় রয়েছে। নিহতের ছোটভাই রবিউল ইসলাম লাশ গ্রহনের জন্য আবেদন করেছেন। পুলিশিং রির্পোট শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।