
লামনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে হিন্দু সম্প্রাদয়ের লোকজনের উপর হামলা, হয়রানীসহ তাদের নিয়ে বেফাঁস মন্তব্য ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করার প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রাদয়ের লোকজন। বৃহস্পতিবার দুপুরে ঘন্টা ব্যাপী হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু সম্প্রাদয়ের লোকজন এ ঘটনায় তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবী তুলেছেন। এতে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি ব্রজেন্দ্রনাথ রায়, সুকুমার রায়, রতন চন্দ্রবর্তী প্রমুখ।