হাতীবান্ধার উত্তর সিংগিমারী শিমুলতলা জামে মসজিদের নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবীত নিবেদন এই যে, নি¤œস্বাক্ষরকারী লালমনিরহাট জেলার হাতীবান্ধা সিংগিমারী ইউনিয়নের উত্তর সিংগিমারী শিমুলতলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এই মর্মে দান শীল ব্যাক্তিদের নিকট আবেদন করিতেছি যে, মুসল্লিবৃন্দের অর্থায়নে উক্ত মসজিদ নির্মানে আর্থিক সংকুলান না হওয়ায়। অর্থাভাবে নির্মান কাজ অসম্পূর্ন রয়েছে। মুসল্লিবৃন্দের অর্থনৈতিক সামর্থ না থাকায় সর্বস্তরের দানশীল ব্যাক্তিদের আর্থিক সাহায্য কামনায় আকুল আবেদন করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ মমিনুল ইসলাম
সভাপতি
হাতীবান্ধা শাখা সোনালী ব্যাংক কোড নং-৫২০৬৮
চলতি হিসাব নং-৩৩০০১৬৬৮
বিকাশ নং-০১৭৯৬৭২৬১৮৮