লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় “আমরাই পারি” সংগঠনের আয়োজনে ক্রিকেট কার্নিভাল সেশন ২’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাতীবান্ধা সরকারী এস এস উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থা’র সম্পাদক মনজুর হোসেন মঞ্জু, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নাজমুল কায়েস হিরু ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকুনুজ্জামান সোহেল, হাতীবান্ধা সরকারী এস এস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের, হাতীবান্ধা ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী। খেলায় অধম্য দলকে হারিয়ে দুর্বার দল বিজয়ী হয়েছে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।