লালমনিরহাট প্রতিনিধি. সেবা নিন, সুস্থ্য থাকুন এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে লালমনিরহাট হাতীবান্ধায় ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী, আর এমও ডাঃ নাঈম হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’ এর শুভ উদ্বোধন করেন।