হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: গতকাল লালমনিরহাটের হাতীবান্ধায় স্বাধীনতার স্বপক্ষে নৌকায় ভোট দিতে তরুন সমাজকে উৎসাহিত করতে তরুন ভোটার শিক্ষার্থীরা সাইকেল র্যালী করেছেন।
বুধবার সকালে হাতীবান্ধা উপজেলার স্থানীয় ডাকবাংলো মাঠে বাই সাইকেল র্যালীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ইউনিয়ন ঘুরে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়।
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল হোসেন সম্পদের নেতৃত্বে সাইকেল র্যালীতে বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয় পড়–য়া ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা সাইকেল থেকে আওয়ামীলীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের উন্নয়ন কর্মকান্ড ও আগামী নির্বাচনের প্রতিশ্রুতি মূলক হ্যান্ডবিল বিতরণ করেন।