লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফকিরপাড়ায় পুকুরে ডুবে মাহিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারী ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু মাহিন উপজেলার ফকিরপাড়া গ্রামে ট্রাক চালক সহিদার রহমানের ছেলে।
ফকিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে মাহিন ও কয়েক জন শিশুসহ বাড়ির উঠানে খেলা করছিল। ওই সময় শিশু মাহিনকে বাড়ির উঠানে পাওয়া পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুজি পর বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহটি ভেসে উঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্যকমম্প্রেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।