কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে মহাসড়কে এক সড়ক দূর্ঘটনায় মানিক হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রে মৃত্যু হয়েছে।
জানাগেছে, আজ সোমবার সন্ধায় হাতীবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে কুড়িগ্রাম পলিটেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র মানিক হোসেন, বাই সাইকেল যোগে ছ’মেইলে বাবার সাথে দেখা করে বাড়ীতে ফেরার পথে সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে ঘাতক ট্রাক চাপা দেয়। মূর্মষবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো ১৪-১৯৬৪) জনতা আটক করিলে পরে হাইওয়ে থানা পুলিশ ট্রাক নিয়ে যায় বলে প্রতক্ষদর্শী সুত্র জানায়।