হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা খাদ্য গুদামে সরকারী ভাবে আমন চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তদুপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় খাদ্য গুদাম প্রাঙ্গনে চাল সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও সামিউল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। বিশেষ অতিথি খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা জামান। স্বাগত বক্তব্যে খাদ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, চলতি মৌসুমে ১০৫টি চাউল কল থেকে ১হাজার ৬শত ১১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। যাহার সরকারী ক্রয় মুল্য প্রতি কেজি চাল ৩৬টাকা নির্ধারন করা হয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চালকল মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন দুলু , সম্পাদক অশ্বিনী কুমার বসুনিয়া, আঃ করিম, তাহাজুল আলম খান প্রমুখ।