লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেছেন, হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলাসহ সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে খালেদা জিয়ার ধানের শীষ পানিতে ডুবে, ভেসে, পচে নষ্ট হয়ে যাবে। তাই যারা এখনো নৌকায় চড়েন নাই, তারা ৩০তারিখের আগে নৌকা উঠে উন্নয়নের পক্ষে শপথ নিন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধার সির্ন্দুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
উক্ত জনসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুলু হক, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান এম জি মোস্তফা, আমজাদ হোসেন তাজু ও কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।