লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্দর ব্যবসায়ী কমিটির উদ্যোগে আমতলা মোড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় এক মতবিনিময় জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মহাজোটের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত।
জনগনের ভালবাসায় তা প্রমাণ করে। এলাকার উন্নয়ন সংক্রান্ত পঁচাশি ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। এবার নির্বাচিত হলে অবশিষ্ট পনের ভাগ কাজ শেষ করা হবে।তবে ষড়যন্ত্র কারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তারা কোনভাবেই যেন এ বিজয়ে বাঁধা হয়ে দাঁড়াতে না পারে। বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি মনোয়ার হোসেন দুলু’র সভাপতিত্বে উক্ত জনসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। সিন্দুণা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, আমজাদ হোসেন তাজু , বন্দর ব্যবসায়ী কমিটির সিনিয়র সভাপতি হাফিজ উদ্দিন ও কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।