
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের বেসরকারী ফলাফলে আনারস প্রতীক নিয়ে আরিফুল ইসলাম জয়লাভ করেছেন। বৃহস্পতিবার প্রয়াত চেয়ারম্যান খতিব উদ্দিনের শূন্য হওয়া পদে এ উপ নির্বাচনে চেয়ারম্যান হলেন পুত্র আরিফ। হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবারেই প্রথম ইভিএমে ভোট দেন ভোটার সাধারণ। ভোট পড়ার শতকরা হার ছিল ৭৩ দশমিক ৫০। বেসকারী ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম ৪,৯১৯ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রার্থী নূরল আমিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ২,৮৭০ ভোট। হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা- নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।