ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আদিতমারীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

লালমনিরহাট আদিতমারীতে উজানের ঢল ও বর্ষণে তিস্তা নদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাস মাঝে গতকাল মহিষখোচা ইউনিয়নের চৌরাহায় বানভাসী মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্য শুকনো খাবার ও ত্রান বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ২০২১-২২ অর্থ বছরের,উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নের সহযোগিতায়,ইউনিয়নে ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,১০ কেজি চাল,এক কেজি দেশী মশুর ডাল, আয়োডিনযুক্ত এক কেজি লবণ, চিনি ২ কেজি, ভোজ্য তেল এক লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম ও ধনিয়া গুড়া ১০০ গ্রাম। এতে প্রত্যেক পরিবারের মাঝে মোট ১৪. ৪০ কেজি খাদ্য সামগ্রী তুলে দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি,আর সারোয়ার। এসময় আদিতমারী উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়নের সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য আব্দুল মজিদ হোছত, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলায় চলমান বন্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ মেট্টিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আদিতমারীতে ২০ মেট্টিক টন ও সদর উপজেলায় ২০ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বরাদ্দকৃত এসব চাল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, আদিতমারী উপজেলায় ৪৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। আরও ২০ মেট্টিক টন চাল তালিকা করে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, জেলা ও উপজেলা প্রশাসন থেকে বানভাসীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে তালিকা করে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। প্রয়োজনে আরও চাহিদা পাঠানো হবে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৪

আদিতমারীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

প্রকাশিত সময় :- ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

লালমনিরহাট আদিতমারীতে উজানের ঢল ও বর্ষণে তিস্তা নদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাস মাঝে গতকাল মহিষখোচা ইউনিয়নের চৌরাহায় বানভাসী মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্য শুকনো খাবার ও ত্রান বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ২০২১-২২ অর্থ বছরের,উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নের সহযোগিতায়,ইউনিয়নে ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,১০ কেজি চাল,এক কেজি দেশী মশুর ডাল, আয়োডিনযুক্ত এক কেজি লবণ, চিনি ২ কেজি, ভোজ্য তেল এক লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম ও ধনিয়া গুড়া ১০০ গ্রাম। এতে প্রত্যেক পরিবারের মাঝে মোট ১৪. ৪০ কেজি খাদ্য সামগ্রী তুলে দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি,আর সারোয়ার। এসময় আদিতমারী উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়নের সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য আব্দুল মজিদ হোছত, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলায় চলমান বন্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ মেট্টিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আদিতমারীতে ২০ মেট্টিক টন ও সদর উপজেলায় ২০ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বরাদ্দকৃত এসব চাল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, আদিতমারী উপজেলায় ৪৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। আরও ২০ মেট্টিক টন চাল তালিকা করে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, জেলা ও উপজেলা প্রশাসন থেকে বানভাসীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে তালিকা করে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। প্রয়োজনে আরও চাহিদা পাঠানো হবে।

নিউজবিজয়/এফএইচএন