ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আনসার-সুইপারদের মধ্যে সংঘর্ষ, ফাঁকা গুলি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • ২৯৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতজন আহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুইপারদের একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে হাসপাতালের প্রবেশ পথে থাকা আনসার সদস্যকে কী দায়িত্ব পালন করেন- এমন প্রশ্ন করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনায় সেই এক সুইপারকে ঘটনাস্থলে ও ক্যাম্পে নিয়ে মারধর করেন আনসার সদস্যরা। তাকে ক্যাম্প থেকে উদ্ধার করতে গেলে সুইপারদের ওপর হামলা করেন আনসার সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে সুইপাররা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বুধবার সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল হারিয়ে যায়। এ সময় ওই সদস্য মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হরিজন সম্প্রদায়ের ওই সদস্য তার কলোনিতে খবর দেন। তিনি আরও বলেন, এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে গণ্ডগোল লেগে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বুধবার সকালে মোবাইল চুরি নিয়ে এমন ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজ বিজয়/মোঃ নজরুল ইসলাম

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৪

আনসার-সুইপারদের মধ্যে সংঘর্ষ, ফাঁকা গুলি

প্রকাশিত সময় :- ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতজন আহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুইপারদের একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে হাসপাতালের প্রবেশ পথে থাকা আনসার সদস্যকে কী দায়িত্ব পালন করেন- এমন প্রশ্ন করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনায় সেই এক সুইপারকে ঘটনাস্থলে ও ক্যাম্পে নিয়ে মারধর করেন আনসার সদস্যরা। তাকে ক্যাম্প থেকে উদ্ধার করতে গেলে সুইপারদের ওপর হামলা করেন আনসার সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে সুইপাররা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বুধবার সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল হারিয়ে যায়। এ সময় ওই সদস্য মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হরিজন সম্প্রদায়ের ওই সদস্য তার কলোনিতে খবর দেন। তিনি আরও বলেন, এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে গণ্ডগোল লেগে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বুধবার সকালে মোবাইল চুরি নিয়ে এমন ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজ বিজয়/মোঃ নজরুল ইসলাম