ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন ২৭ ফেব্রুয়ারি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১২:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো । ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিয়েরো আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এফবিসিসিআই নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মুখপাত্র জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের সময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের উপ-মিশনপ্রধান বর্তমানে ঢাকা সফর করছেন।

সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সঙ্গে মেসি আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনও নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।

লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে জানিয়ে সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

আজ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন ২৭ ফেব্রুয়ারি

প্রকাশিত সময় :- ১২:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিয়েরো আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এফবিসিসিআই নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মুখপাত্র জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের সময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের উপ-মিশনপ্রধান বর্তমানে ঢাকা সফর করছেন।

সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সঙ্গে মেসি আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনও নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।

লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে জানিয়ে সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ।

নিউজবিজয়২৪/এফএইচএন