ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আলুক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৫:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ২৭৭ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বগুড়া কাহালুর ছয় ঘড়িয়া পাড়ায় বিমানবাহিনীর দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান (পিটি-৬, মডেল নম্বর ৬১০২) যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ের পাশে একটি আলুক্ষেতে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় গ্রুপ ক্যাপ্টেন মো. মাহবুব আলম এবং স্কোয়াড্রন লিডার মো. হালিমুল ইসলাম বিমানের পাইলট ছিলেন। এ ঘটনায় বিমানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া দুইজন পাইলটও শারীরিকভাবে সুস্থ আছেন। জানা যায়, বিমানবাহিনী কর্তৃপক্ষ তাদের লোকজন নিয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছে। অন্যথায়, হেলিকপ্টারের সাহায্যে ভূপাতিত প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করে বিমানবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের নির্দিষ্ট দূরত্বে থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাহিনী কর্তৃপক্ষ ও পুলিশ।

মোঃ নজরুল ইসলাম/নিউজ বিজয়

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৪

আলুক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত সময় :- ০৫:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

বগুড়া কাহালুর ছয় ঘড়িয়া পাড়ায় বিমানবাহিনীর দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান (পিটি-৬, মডেল নম্বর ৬১০২) যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ের পাশে একটি আলুক্ষেতে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় গ্রুপ ক্যাপ্টেন মো. মাহবুব আলম এবং স্কোয়াড্রন লিডার মো. হালিমুল ইসলাম বিমানের পাইলট ছিলেন। এ ঘটনায় বিমানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া দুইজন পাইলটও শারীরিকভাবে সুস্থ আছেন। জানা যায়, বিমানবাহিনী কর্তৃপক্ষ তাদের লোকজন নিয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছে। অন্যথায়, হেলিকপ্টারের সাহায্যে ভূপাতিত প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করে বিমানবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের নির্দিষ্ট দূরত্বে থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাহিনী কর্তৃপক্ষ ও পুলিশ।

মোঃ নজরুল ইসলাম/নিউজ বিজয়