ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে: ৩১ ডিসেম্বর-২০২৩

সুপার মুন

আজ রোববার, ৩১ ডিসেম্বর ২০২৩ ইংরেজি, ১৬ পৌষ ১৪৩০ বাংলা, ১৭ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

এক নজরে দেখে নিই ইতিহাসের এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

১৬০০ – ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।

১৮০২ – পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।

১৮২৭ – ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।

১৮৩১ – কৃষ্ণধন মিত্রে সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।

১৯০৬ – চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।

১৯১৬ – রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।

১৯২৫ – রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।

১৯৪২ – স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।

১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।

১৯৮৩ – ব্রুনাই এর স্বাধীনতা ঘোষণা হয়।

১৯৮৭ – চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয় ।

১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।

১৯৮৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আযারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সাথে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।

১৯৯৩ – হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।

১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ – আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।

১৯৯৯ – রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।

২০০২ – জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।

২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

জন্ম:

১৪৯১ – ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে জন্মগ্রহন করেন।

১৫১৪ – প্রখ্যাত চিকিৎসক এবং এ্যানাটমিস্ট ড: এন্ড্রিয়াস ভেসালিয়াস বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন।

১৭৩৮ – ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ জন্মগ্রহণ করেন।

১৮৩০ – মিসরের শাসনকর্তা ইসমাইল পাশা জন্মগ্রহণ করেন।

১৮৬৯ – ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিস জন্মগ্রহণ করেন।

১৮৭৫ – প্রাচ্যবিদ আর্থার ক্রিস্টেসেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগে জন্মগ্রহণ করেন।

১৮৮৮ – বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া জন্মগ্রহণ করেন।

১৯৩৮ – লেখক আল কামাল আবদুল ওহাব জন্মগ্রহণ করেন।

১৯১১ – চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম জন্মগ্রহন করেন।

১৯১৮ – শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন।

১৯৪৫ – তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান জন্মগ্রহণ করেন।

১৯৪৮ – কবি হাবীবুল্লাহ সিরাজী জন্মগ্রহণ করেন।

১৯৫২ – কবি ত্রিদিব দস্তিদার জন্মগ্রহণ করেন।

১৯৮৬ – বাংলাদেশী ক্রিকেটার নাঈম ইসলাম জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯৪০ – চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই এর চীনের শাংহাইয়ে মুত্যু হয়।

১৯৫২ – স্বাধীনতা সংগ্রামী ও তাবলিগ নেতা কিফায়েতুল্লাহ এর মুফতির মুত্যু হয়।

১৯৮৩ – বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান এর মুত্যু হয়।

১৯৯০ – বাংলাদেশের কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহ এর মুত্যু হয়।

দিবস

আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান), নভি গড ইভ (রাশিয়া),

অমিসোকা (জাপান), খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।

আরও পড়ুন>> থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ১২ নির্দেশনা

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

ইতিহাসের এই দিনে: ৩১ ডিসেম্বর-২০২৩

প্রকাশিত সময় :- ১২:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

আজ রোববার, ৩১ ডিসেম্বর ২০২৩ ইংরেজি, ১৬ পৌষ ১৪৩০ বাংলা, ১৭ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

এক নজরে দেখে নিই ইতিহাসের এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

১৬০০ – ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।

১৮০২ – পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।

১৮২৭ – ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।

১৮৩১ – কৃষ্ণধন মিত্রে সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।

১৯০৬ – চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।

১৯১৬ – রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।

১৯২৫ – রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।

১৯৪২ – স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।

১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।

১৯৮৩ – ব্রুনাই এর স্বাধীনতা ঘোষণা হয়।

১৯৮৭ – চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয় ।

১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।

১৯৮৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আযারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সাথে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।

১৯৯৩ – হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।

১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ – আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।

১৯৯৯ – রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।

২০০২ – জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।

২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

জন্ম:

১৪৯১ – ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে জন্মগ্রহন করেন।

১৫১৪ – প্রখ্যাত চিকিৎসক এবং এ্যানাটমিস্ট ড: এন্ড্রিয়াস ভেসালিয়াস বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন।

১৭৩৮ – ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ জন্মগ্রহণ করেন।

১৮৩০ – মিসরের শাসনকর্তা ইসমাইল পাশা জন্মগ্রহণ করেন।

১৮৬৯ – ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিস জন্মগ্রহণ করেন।

১৮৭৫ – প্রাচ্যবিদ আর্থার ক্রিস্টেসেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগে জন্মগ্রহণ করেন।

১৮৮৮ – বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া জন্মগ্রহণ করেন।

১৯৩৮ – লেখক আল কামাল আবদুল ওহাব জন্মগ্রহণ করেন।

১৯১১ – চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম জন্মগ্রহন করেন।

১৯১৮ – শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন।

১৯৪৫ – তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান জন্মগ্রহণ করেন।

১৯৪৮ – কবি হাবীবুল্লাহ সিরাজী জন্মগ্রহণ করেন।

১৯৫২ – কবি ত্রিদিব দস্তিদার জন্মগ্রহণ করেন।

১৯৮৬ – বাংলাদেশী ক্রিকেটার নাঈম ইসলাম জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯৪০ – চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই এর চীনের শাংহাইয়ে মুত্যু হয়।

১৯৫২ – স্বাধীনতা সংগ্রামী ও তাবলিগ নেতা কিফায়েতুল্লাহ এর মুফতির মুত্যু হয়।

১৯৮৩ – বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান এর মুত্যু হয়।

১৯৯০ – বাংলাদেশের কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহ এর মুত্যু হয়।

দিবস

আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান), নভি গড ইভ (রাশিয়া),

অমিসোকা (জাপান), খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।

আরও পড়ুন>> থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ১২ নির্দেশনা

নিউজবিজয়২৪/এফএইচএন