ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ঘটনাবলি

ইতিহাসের এই দিনে: ৬ অক্টোবর-২০২৩

জ শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ ইংরেজি, ২১ আশ্বিন ১৪৩০ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি :-

১৭০২ – ফোর্ট উইরিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
১৭৬৯ – ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
১৮৬০ – ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।
১৯০৮ – বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
১৯১৮ – তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
১৯২৮ – চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
১৯৭২ – মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হযে় ২০৮ জন নিহত হন।
১৯৭৩ – ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৭৬ – থাইরেন্ডে সামরিক অভ্যূত্থান অনুষ্ঠিত হয়।
১৯৯৫ – বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুাক্ত স্বাক্ষরিত হয়।

জন্ম:
১৮৮৭ – লে করবুসিয়, তিনি ছিলেন সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
১৮২০ – জেনি লিন্ড, তিনি ছিলেন সুইডিশ সরু ও অভিনেত্রী।
১৮৩১ – রিচার্ড ডেডেকিন্ট, তিনি ছিলেন জার্মান গণিতবিদ।
১৮৯৩ – মেঘনাদ সাহা, তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ।
১৯০৩ – আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।
১৯০৮ – মোহাম্মদ মোদাব্বের, তিনি ছিলেন সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।
১৯৩০ – রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।
১৯৩১ – রিকার্ডো গিয়াকনি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।
১৯৩৪ – আবুল মাল আবদুল মুহিত, তিনি বাংলাদেশী অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক।
১৯৪৬ – জন ক্রেইগ ভেন্টার, তিনি মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪৬ – টনি গ্রেগ, তিনি ছিলেন ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
১৯৬৬ – নিয়াল কুইন, তিনি সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৬ – অলিভিয়া থিরল্বয়, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৮৯ – শফিউল ইসলাম সুহাস, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
০৮৭৭ – চার্লস টাক, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৬৬০ – পল স্কারন, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।
১৮৯২ – লর্ড আলফ্রেড টেনিসন, তিনি ছিলেন ব্রিটিশ কবি।
১৯১২ – অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।

মৃত্যু:
১৯৫১ – অট্টো ফ্রিটজ মেয়ারহফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।
১৯৬২ – টড ব্রাউনিং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৮১ – মুহাম্মদ আনোয়ার আল সাদাত, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৯২ – বিল ও’রিলি, তিনি ছিলেন বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৯৯ – আমালিয়া রডরিগুয়েজ, তিনি ছিলেন পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
২০১২ – আন্তোনিও থিসনেরস, তিনি ছিলেন একজন পেরুদেশীয় কবি।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

আজকের ঘটনাবলি

ইতিহাসের এই দিনে: ৬ অক্টোবর-২০২৩

প্রকাশিত সময় :- ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

জ শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ ইংরেজি, ২১ আশ্বিন ১৪৩০ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি :-

১৭০২ – ফোর্ট উইরিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
১৭৬৯ – ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
১৮৬০ – ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।
১৯০৮ – বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
১৯১৮ – তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
১৯২৮ – চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
১৯৭২ – মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হযে় ২০৮ জন নিহত হন।
১৯৭৩ – ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৭৬ – থাইরেন্ডে সামরিক অভ্যূত্থান অনুষ্ঠিত হয়।
১৯৯৫ – বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুাক্ত স্বাক্ষরিত হয়।

জন্ম:
১৮৮৭ – লে করবুসিয়, তিনি ছিলেন সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
১৮২০ – জেনি লিন্ড, তিনি ছিলেন সুইডিশ সরু ও অভিনেত্রী।
১৮৩১ – রিচার্ড ডেডেকিন্ট, তিনি ছিলেন জার্মান গণিতবিদ।
১৮৯৩ – মেঘনাদ সাহা, তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ।
১৯০৩ – আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।
১৯০৮ – মোহাম্মদ মোদাব্বের, তিনি ছিলেন সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।
১৯৩০ – রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।
১৯৩১ – রিকার্ডো গিয়াকনি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।
১৯৩৪ – আবুল মাল আবদুল মুহিত, তিনি বাংলাদেশী অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক।
১৯৪৬ – জন ক্রেইগ ভেন্টার, তিনি মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪৬ – টনি গ্রেগ, তিনি ছিলেন ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
১৯৬৬ – নিয়াল কুইন, তিনি সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৬ – অলিভিয়া থিরল্বয়, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৮৯ – শফিউল ইসলাম সুহাস, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
০৮৭৭ – চার্লস টাক, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৬৬০ – পল স্কারন, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।
১৮৯২ – লর্ড আলফ্রেড টেনিসন, তিনি ছিলেন ব্রিটিশ কবি।
১৯১২ – অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।

মৃত্যু:
১৯৫১ – অট্টো ফ্রিটজ মেয়ারহফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।
১৯৬২ – টড ব্রাউনিং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৮১ – মুহাম্মদ আনোয়ার আল সাদাত, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৯২ – বিল ও’রিলি, তিনি ছিলেন বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৯৯ – আমালিয়া রডরিগুয়েজ, তিনি ছিলেন পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
২০১২ – আন্তোনিও থিসনেরস, তিনি ছিলেন একজন পেরুদেশীয় কবি।

নিউজবিজয়/এফএইচএন