ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাউনিয়ায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহাজান মিয়ার (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগে পাঠায় পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পর্ববর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার রাত ৮ টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে শাহাজান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজু মিয়া জানায়, উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত গাজিয়ার রহমানের ছেলে শাহাজান মিয়া। তিনি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি আর বাড়ি ফিরে আসে না। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নদীতে লাশ পাওয়া গেছে খবর পেয়ে রাতে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে শাহাজান মিয়ার লাশ সনাক্ত করে। নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়। সন্ধায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানাস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িত্ েযাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম

কাউনিয়ায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় :- ১০:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহাজান মিয়ার (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগে পাঠায় পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পর্ববর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার রাত ৮ টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে শাহাজান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজু মিয়া জানায়, উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত গাজিয়ার রহমানের ছেলে শাহাজান মিয়া। তিনি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি আর বাড়ি ফিরে আসে না। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নদীতে লাশ পাওয়া গেছে খবর পেয়ে রাতে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে শাহাজান মিয়ার লাশ সনাক্ত করে। নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়। সন্ধায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানাস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িত্ েযাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ।