ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারী একটি সেতুর দাবিতে ৫২ বছর দুর্ভোগে ১০ গ্রামের ৫০ হাজার মানুষ

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা নদীতে একটি ব্রিজের অভাবে ১০ গ্রামের ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। দেশ স্বাধিনের ৫২ বছর অতিবাহিত হলেও উন্নয়নের ছোঁয়া চোখে পরেনি ওই অ লের মানুষের। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় অবহেলা-অযতেœ সিমাহীন দুর্ভোগে জীবনযাপন করছেন তারা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের, সীমান্তবর্তী এলাকার, চর লাঠিয়াল ডাঙ্গা সীমান্তঘেষা আলগারচর দুই গ্রামের মাঝদিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন ১০টি গ্রামের অসহায় মানুষ।

 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামগুলো হচ্ছে-দক্ষিন আলগারচর-উত্তর আলগারচর- লাঠিয়াল ডাঙ্গা- চর লাঠিয়াল ডাঙ্গা- বাগানবাড়ী- বালিয়ামারী- নয়াপাড়া। এই অ লের মানুষের জিঞ্জিরাম নদীর উপর দিয়ে পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। এলাকাটি উপজেলা শহর হতে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বা লীয় সীমান্তঘেষা এলাকা। উপজেলা শহর থেকে দক্ষিণ-পূর্বা লীয় সীমান্তবর্তী ১০টি গ্রামের দূরুত্ব প্রায় ২০ কিলোমিটার।

এলাকার ৫০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছর ১০ গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করে থাকে। প্রতিনিয়ত কোমলমতি স্কুল-কলেজের শির্ক্ষাথীরা জীবনের ঝুঁকি নিয়ে কখনো বাঁশের সাঁকো,আবার কখনো নৌকা, আবার কলাগাছের ভেলায় ও নানা উপায়ে নদী পারাপার হয়ে থাকে। এমনকি যোগাযোগ সড়কের অবস্থা ভালো না থাকার কারনে ওই অ লের কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।

সরেজমিনে গিয়ে ভক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন আসলে প্রার্থীরা সবাই যাতয়াতের রাস্তাঘাটের, উন্নয়ন করবেন। এমন প্রতিশ্রতির কথা বলেও ভোট নেয়া শেষ হলে আর সে প্রতিশ্রতির কথা গুলো কেউ মনে রাখেনা। নির্বাচন শেষে তাদের খোজেও পাওয়া যায়না। সীমান্তঘেষা মানুষ জিঞ্জিরাম নদী দ্বারা যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে জীবনযাপন করে যাচ্ছেন। সীমান্তে বিছিন্ন কোন দুর্ঘটনা ঘটলে অতিসহজে দূরুত¦ আইনশৃঙ্খলাবাহিনীর লোকজন ঘটনাস্থলে যেতেও পারে না।

এ বিষয় সীমান্তঘেষা গ্রামের আলহাজ্ব আব্বাস আলী (১১০,) ছাত্তার দেওয়ানী (১১৭,) আলহাজ হাছেন আলী (৯০), মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৮৫), বানেছা খাতুন (৮০), তোফাজ্জল হক, পাহারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আছিয়া খাতুন (৫৫), আবদুল মজিদ (৬৬), লাল চাঁন (৫৫)সহ আরো অনেকেই জানান, দেশ স্বাধীনের ৫২ বছর অতিবাহিত হলেও উন্নয়ন কি জিনিস দেখতে পারলাম না। কিন্তু আমাদের এ অ লে একটি ব্রিজের দাবিতে বারবার আকুতি জানালেও তা কোনো কাজে আসেনি।

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম,সরোয়ার রাব্বী বলেন, বিষয়টি আমি শুনেছি।

এ নিয়ে উপজেলা সমন্বয় সভায় আলোচনা করা হবে এবং জনগণের স্বার্থে দূরুত¦ ব্যবস্থা নেয়া হবে।

এবিষয় রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী ইমন বলেন,সীমান্তঘেষা ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ যেভাবে জীবনের ঝুকি নিয়ে পারাপার হয়ে থাকে এটি এযোগের জন্য প্রযোজ্য নয়। আমি সরকার মহোদয়ের কাছে একটি ব্রীজ বাস্তবায়নের জন্য সুদৃষ্টি কামনা করছি।
নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৪ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামের রৌমারী একটি সেতুর দাবিতে ৫২ বছর দুর্ভোগে ১০ গ্রামের ৫০ হাজার মানুষ

প্রকাশিত সময় :- ০২:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা নদীতে একটি ব্রিজের অভাবে ১০ গ্রামের ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। দেশ স্বাধিনের ৫২ বছর অতিবাহিত হলেও উন্নয়নের ছোঁয়া চোখে পরেনি ওই অ লের মানুষের। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় অবহেলা-অযতেœ সিমাহীন দুর্ভোগে জীবনযাপন করছেন তারা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের, সীমান্তবর্তী এলাকার, চর লাঠিয়াল ডাঙ্গা সীমান্তঘেষা আলগারচর দুই গ্রামের মাঝদিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন ১০টি গ্রামের অসহায় মানুষ।

 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামগুলো হচ্ছে-দক্ষিন আলগারচর-উত্তর আলগারচর- লাঠিয়াল ডাঙ্গা- চর লাঠিয়াল ডাঙ্গা- বাগানবাড়ী- বালিয়ামারী- নয়াপাড়া। এই অ লের মানুষের জিঞ্জিরাম নদীর উপর দিয়ে পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। এলাকাটি উপজেলা শহর হতে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বা লীয় সীমান্তঘেষা এলাকা। উপজেলা শহর থেকে দক্ষিণ-পূর্বা লীয় সীমান্তবর্তী ১০টি গ্রামের দূরুত্ব প্রায় ২০ কিলোমিটার।

এলাকার ৫০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছর ১০ গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করে থাকে। প্রতিনিয়ত কোমলমতি স্কুল-কলেজের শির্ক্ষাথীরা জীবনের ঝুঁকি নিয়ে কখনো বাঁশের সাঁকো,আবার কখনো নৌকা, আবার কলাগাছের ভেলায় ও নানা উপায়ে নদী পারাপার হয়ে থাকে। এমনকি যোগাযোগ সড়কের অবস্থা ভালো না থাকার কারনে ওই অ লের কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।

সরেজমিনে গিয়ে ভক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন আসলে প্রার্থীরা সবাই যাতয়াতের রাস্তাঘাটের, উন্নয়ন করবেন। এমন প্রতিশ্রতির কথা বলেও ভোট নেয়া শেষ হলে আর সে প্রতিশ্রতির কথা গুলো কেউ মনে রাখেনা। নির্বাচন শেষে তাদের খোজেও পাওয়া যায়না। সীমান্তঘেষা মানুষ জিঞ্জিরাম নদী দ্বারা যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে জীবনযাপন করে যাচ্ছেন। সীমান্তে বিছিন্ন কোন দুর্ঘটনা ঘটলে অতিসহজে দূরুত¦ আইনশৃঙ্খলাবাহিনীর লোকজন ঘটনাস্থলে যেতেও পারে না।

এ বিষয় সীমান্তঘেষা গ্রামের আলহাজ্ব আব্বাস আলী (১১০,) ছাত্তার দেওয়ানী (১১৭,) আলহাজ হাছেন আলী (৯০), মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৮৫), বানেছা খাতুন (৮০), তোফাজ্জল হক, পাহারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আছিয়া খাতুন (৫৫), আবদুল মজিদ (৬৬), লাল চাঁন (৫৫)সহ আরো অনেকেই জানান, দেশ স্বাধীনের ৫২ বছর অতিবাহিত হলেও উন্নয়ন কি জিনিস দেখতে পারলাম না। কিন্তু আমাদের এ অ লে একটি ব্রিজের দাবিতে বারবার আকুতি জানালেও তা কোনো কাজে আসেনি।

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম,সরোয়ার রাব্বী বলেন, বিষয়টি আমি শুনেছি।

এ নিয়ে উপজেলা সমন্বয় সভায় আলোচনা করা হবে এবং জনগণের স্বার্থে দূরুত¦ ব্যবস্থা নেয়া হবে।

এবিষয় রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী ইমন বলেন,সীমান্তঘেষা ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ যেভাবে জীবনের ঝুকি নিয়ে পারাপার হয়ে থাকে এটি এযোগের জন্য প্রযোজ্য নয়। আমি সরকার মহোদয়ের কাছে একটি ব্রীজ বাস্তবায়নের জন্য সুদৃষ্টি কামনা করছি।
নিউজবিজয়২৪/এফএইচএন