ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের ঘটনায় তিনদিনের রিমান্ডে কেন্দ্র সচিব

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৬:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৯৭ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া বাকি ৫ আসামির মধ্যে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানির দিন ধার্য করেন।

এই মামলার আসামিরা হলেন, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। মামলার এজাহারভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

সরকারপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামিপক্ষের উকিল আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নামন্জুর করেন এবং লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আজাহার আলী জানান, প্রধান আসামি লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মন্জুর করেন। আরও দুই আসামির রিমান্ড আবেদন করা হলে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদসহ ১০ জন।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৪ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের ঘটনায় তিনদিনের রিমান্ডে কেন্দ্র সচিব

প্রকাশিত সময় :- ০৬:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া বাকি ৫ আসামির মধ্যে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানির দিন ধার্য করেন।

এই মামলার আসামিরা হলেন, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। মামলার এজাহারভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

সরকারপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামিপক্ষের উকিল আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নামন্জুর করেন এবং লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আজাহার আলী জানান, প্রধান আসামি লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মন্জুর করেন। আরও দুই আসামির রিমান্ড আবেদন করা হলে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদসহ ১০ জন।

নিউজবিজয়/এফএইচএন