ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাজী জাকির হোসেন হত্যা মামলার প্রধান আসামী শেখ আনসার আলী কে গুলি করে হত্যা

খুলনায় জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আনসার শেখ (৬০) নামে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন।আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজারের লিন্ডা ক্লিনিকের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত আনসার শেখ পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি ও লাখোহাটি গ্রামের বাসিন্দা।সে শিরোমণিতে পরিবারসহ ভাড়া থাকতেন।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়,শুক্রবার দুপুরে আনসার শেখ জুম্মার নামাজ পড়ার জন্য ভাড়া বাড়ি থেকে শিরোমণি লিন্ডা ক্লিনিকের পেছনের মসজিদের উদ্দেশ্যে বের হন। নামাজ শেষে দুপুর ২টার পর মসজিদ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিছুদূর যেতেই কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত আনসার শেখ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি। তিনি বারাকপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।চেয়ারম্যান জাকির হোসেন হত্যাকাণ্ডের পর থেকে আনসার শেখ নগরীর খানজাহান আলী থানার শিরোমণিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কামাল হোসেন বলেন,নিহত আনসার শেখের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আনসার শেখ দীর্ঘদিন খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান বলেন,নিহত আনসার শেখ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি ছিলেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৬ এপ্রিল ২০২৪

গাজী জাকির হোসেন হত্যা মামলার প্রধান আসামী শেখ আনসার আলী কে গুলি করে হত্যা

প্রকাশিত সময় :- ০৮:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

খুলনায় জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আনসার শেখ (৬০) নামে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন।আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজারের লিন্ডা ক্লিনিকের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত আনসার শেখ পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি ও লাখোহাটি গ্রামের বাসিন্দা।সে শিরোমণিতে পরিবারসহ ভাড়া থাকতেন।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়,শুক্রবার দুপুরে আনসার শেখ জুম্মার নামাজ পড়ার জন্য ভাড়া বাড়ি থেকে শিরোমণি লিন্ডা ক্লিনিকের পেছনের মসজিদের উদ্দেশ্যে বের হন। নামাজ শেষে দুপুর ২টার পর মসজিদ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিছুদূর যেতেই কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত আনসার শেখ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি। তিনি বারাকপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।চেয়ারম্যান জাকির হোসেন হত্যাকাণ্ডের পর থেকে আনসার শেখ নগরীর খানজাহান আলী থানার শিরোমণিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কামাল হোসেন বলেন,নিহত আনসার শেখের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আনসার শেখ দীর্ঘদিন খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান বলেন,নিহত আনসার শেখ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি ছিলেন।

নিউজবিজয়২৪/এফএইচএন