ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
প্রশংসাপত্র ও পুরষ্কার বিতরণ

ছাতকে ব্রিজ একাডেমিতে পরিক্ষার ২য় সাময়িক পরিক্ষার ফলফলা প্রকাশ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৩২৫ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ‘ব্রিজ একাডেমিতে’ ২য় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও কৃতিত্তপূর্ন ফলাফলের জন্য প্রশংসাপত্র ও বিশেষ পুরষ্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার একাডেমির হলরুমে প্রতি শ্রেনীতে প্রথম স্থান অধিকারীকে প্রশংসাপত্র, ২য় ও তয় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়।

ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রশংসাপত্র ও বিশেষ পুরষ্কার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মুতি ডিগ্রি অনার্স কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, একাডেমির পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম কিরণ, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শামীম আহমদ তালুকদার।

প্রশংসাপত্র ও বিশেষ পুরষ্কার প্রাপ্ত একাডেমির শিক্ষার্থীরা হলো, কেজি শ্রেনিতে প্রথম স্থান অর্জন করায় প্রশংসাপত্র পেয়েছে ফাতেমা রহমান ফারিহা, ২য় স্থান অর্জন করায় বিশেষ পুরষ্কার পেয়েছে আরিয়ান বিনতে মাসুদ ও ৩য় স্থান অর্জন করায় বিশেষ পুরষ্কার পেয়েছে জিবা আক্তার।
অনুরূপ ভাবে ১ম শ্রেনীতে (ওয়াটার লিলি) পার্থ সারথী মালাকার, সোহায়িল স্বাদ, প্রদ্বীপ দেব রোদ্র, ১ম শ্রেনীতে (টিউলিপ) কাজী মেহরাজ আফরিন, রমিসা মানহা ও আফসিয়া আক্তার উসরাত, ২য় শ্রেনীতে মায়মুনা আক্তার ওমি, আহমেদ আইজা, মিনহাজুর রহমান, ৩য় শ্রেনী ঐশি দাস, ওয়াসিফ আল তাল্লাহ, তাহসিন সাদিক তানিশা, ৪র্থ শ্রেনীতে তারিফ হাসান সামি, নাহিয়া আদরিন মায়সা, তারিফা জান্নাত তিশা, ৫ম শ্রেনীতে মাহরিন আঞ্জুম, মানবী রহমান, অর্পিতা দাস, ৬ষ্ট শ্রেনীতে তাহমিদা তাবাস্সুম, সায়রা মাহমুদ মালিহা, তাহসিন সুলতানা জান্নাত, ৭ম শ্রেনীতে মেহদি হাসান তালহা, অমিয় দে অর্গ, আয়েশা সিদ্দিকা মিম, ৮ম শ্রেনীতে শুভাগত সিনহা, শার্মিন জান্নাত ইমা, আবু তাহের মো. তাহসিন, ৯ম শ্রেনীতে তিথি দাস, হাবিব আহমেদ, হাবিবুর রহমান, ১০ম শ্রেনীতে জাবের আহমেদ, আলিয়া মায়েশা বুশরা, মারিয়া আক্তার রিপা।

এ সময় একাডেমির একাডেমিক কর্ডিনেটর অগ্রণী গোস্বামী, কারিকুলাম ডেভেলপমেন্ট কর্ডিনেটর মিতা ঘোষ ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নতুন শিক্ষাক্রমে ৪ শ্রেণির ৩১ বইয়ে ১৪৭ ভুল!

প্রশংসাপত্র ও পুরষ্কার বিতরণ

ছাতকে ব্রিজ একাডেমিতে পরিক্ষার ২য় সাময়িক পরিক্ষার ফলফলা প্রকাশ

প্রকাশিত সময় :- ০৭:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ‘ব্রিজ একাডেমিতে’ ২য় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও কৃতিত্তপূর্ন ফলাফলের জন্য প্রশংসাপত্র ও বিশেষ পুরষ্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার একাডেমির হলরুমে প্রতি শ্রেনীতে প্রথম স্থান অধিকারীকে প্রশংসাপত্র, ২য় ও তয় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়।

ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রশংসাপত্র ও বিশেষ পুরষ্কার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মুতি ডিগ্রি অনার্স কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, একাডেমির পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম কিরণ, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শামীম আহমদ তালুকদার।

প্রশংসাপত্র ও বিশেষ পুরষ্কার প্রাপ্ত একাডেমির শিক্ষার্থীরা হলো, কেজি শ্রেনিতে প্রথম স্থান অর্জন করায় প্রশংসাপত্র পেয়েছে ফাতেমা রহমান ফারিহা, ২য় স্থান অর্জন করায় বিশেষ পুরষ্কার পেয়েছে আরিয়ান বিনতে মাসুদ ও ৩য় স্থান অর্জন করায় বিশেষ পুরষ্কার পেয়েছে জিবা আক্তার।
অনুরূপ ভাবে ১ম শ্রেনীতে (ওয়াটার লিলি) পার্থ সারথী মালাকার, সোহায়িল স্বাদ, প্রদ্বীপ দেব রোদ্র, ১ম শ্রেনীতে (টিউলিপ) কাজী মেহরাজ আফরিন, রমিসা মানহা ও আফসিয়া আক্তার উসরাত, ২য় শ্রেনীতে মায়মুনা আক্তার ওমি, আহমেদ আইজা, মিনহাজুর রহমান, ৩য় শ্রেনী ঐশি দাস, ওয়াসিফ আল তাল্লাহ, তাহসিন সাদিক তানিশা, ৪র্থ শ্রেনীতে তারিফ হাসান সামি, নাহিয়া আদরিন মায়সা, তারিফা জান্নাত তিশা, ৫ম শ্রেনীতে মাহরিন আঞ্জুম, মানবী রহমান, অর্পিতা দাস, ৬ষ্ট শ্রেনীতে তাহমিদা তাবাস্সুম, সায়রা মাহমুদ মালিহা, তাহসিন সুলতানা জান্নাত, ৭ম শ্রেনীতে মেহদি হাসান তালহা, অমিয় দে অর্গ, আয়েশা সিদ্দিকা মিম, ৮ম শ্রেনীতে শুভাগত সিনহা, শার্মিন জান্নাত ইমা, আবু তাহের মো. তাহসিন, ৯ম শ্রেনীতে তিথি দাস, হাবিব আহমেদ, হাবিবুর রহমান, ১০ম শ্রেনীতে জাবের আহমেদ, আলিয়া মায়েশা বুশরা, মারিয়া আক্তার রিপা।

এ সময় একাডেমির একাডেমিক কর্ডিনেটর অগ্রণী গোস্বামী, কারিকুলাম ডেভেলপমেন্ট কর্ডিনেটর মিতা ঘোষ ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবিজয়/এফএইচএন