ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জুতোর ফিতের কানের দুল, দাম বিশ হাজার টাকা!

  • আন্তর্জাতিক ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০২:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৪০১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কেবল জুতোর ফিতে দিয়ে তৈরি একটি কানের দুল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। দুলটি বাজারে এনেছে ব্যালেনসিয়াগা।

বাহারি কানের দুল পরতে তো ভালোবাসেন অনেকেই। মাঝেমধ্যেই নতুন ধরনের কানের দুল নিয়েও আসে বিভিন্ন ফ্যাশান ব্র্যান্ড! এ বার শিরোনামে উঠে এল এমন একটি কানের দুল, যা তৈরি হয়েছে কেবল জুতোর ফিতে দিয়ে! দুলটি বাজারে এনেছে ব্যালেনসিয়াগা। বিলাসবহুল ফ্যাশনের জগতে অত্যন্ত পরিচিত এই সংস্থা। মাঝেমধ্যেই ব্যালেনসিয়াগার ব্যাগ, জুতো কিংবা গয়না পরতে দেখা যায় হলিউড ও বলিউডের তারকাদের।

এটি মূলত একটি জুতোর ফিতে। কানের দুলের একটি আংটার সঙ্গে আটকে দেওয়া হয়েছে। দুলের দাম নিয়েও সরব হয়েছেন অনেকে। ভারতীয় মুদ্রায় দুল জোড়ার দাম প্রায় ২০ হাজার টাকা। তবে সংস্থার দাবি, দুলের মধ্যে লুকিয়ে আছে শিল্পচেতনা। রোজের ব্যবহারের আপাততুচ্ছ জিনিসও যে অলংকার হয়ে উঠতে পারে, তা-ই দেখাতে চেয়েছেন তাঁরা।

এই প্রথম নয়, ব্যালেনসিয়াগার ফ্যাশন সামগ্রী নিয়ে বিতর্ক বেঁধেছে আগেও। কিছু দিন আগেই সংস্থাটি বাজারে এনেছিল এমন এক ধরনের জুতো, যা দেখতে পুরোপুরি ছিঁড়ে যাওয়া বাতিল জুতোর মতো। শুধু ছেঁড়া বলেই নয়, পাদুকা জোড়ার দাম দেখলেও চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম। এক জোড়া জুতোর সর্বোচ্চ দাম ছিল দেড় লক্ষ টাকা! সূত্র: আনন্দবাজার

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

জুতোর ফিতের কানের দুল, দাম বিশ হাজার টাকা!

প্রকাশিত সময় :- ০২:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

কেবল জুতোর ফিতে দিয়ে তৈরি একটি কানের দুল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। দুলটি বাজারে এনেছে ব্যালেনসিয়াগা।

বাহারি কানের দুল পরতে তো ভালোবাসেন অনেকেই। মাঝেমধ্যেই নতুন ধরনের কানের দুল নিয়েও আসে বিভিন্ন ফ্যাশান ব্র্যান্ড! এ বার শিরোনামে উঠে এল এমন একটি কানের দুল, যা তৈরি হয়েছে কেবল জুতোর ফিতে দিয়ে! দুলটি বাজারে এনেছে ব্যালেনসিয়াগা। বিলাসবহুল ফ্যাশনের জগতে অত্যন্ত পরিচিত এই সংস্থা। মাঝেমধ্যেই ব্যালেনসিয়াগার ব্যাগ, জুতো কিংবা গয়না পরতে দেখা যায় হলিউড ও বলিউডের তারকাদের।

এটি মূলত একটি জুতোর ফিতে। কানের দুলের একটি আংটার সঙ্গে আটকে দেওয়া হয়েছে। দুলের দাম নিয়েও সরব হয়েছেন অনেকে। ভারতীয় মুদ্রায় দুল জোড়ার দাম প্রায় ২০ হাজার টাকা। তবে সংস্থার দাবি, দুলের মধ্যে লুকিয়ে আছে শিল্পচেতনা। রোজের ব্যবহারের আপাততুচ্ছ জিনিসও যে অলংকার হয়ে উঠতে পারে, তা-ই দেখাতে চেয়েছেন তাঁরা।

এই প্রথম নয়, ব্যালেনসিয়াগার ফ্যাশন সামগ্রী নিয়ে বিতর্ক বেঁধেছে আগেও। কিছু দিন আগেই সংস্থাটি বাজারে এনেছিল এমন এক ধরনের জুতো, যা দেখতে পুরোপুরি ছিঁড়ে যাওয়া বাতিল জুতোর মতো। শুধু ছেঁড়া বলেই নয়, পাদুকা জোড়ার দাম দেখলেও চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম। এক জোড়া জুতোর সর্বোচ্চ দাম ছিল দেড় লক্ষ টাকা! সূত্র: আনন্দবাজার

নিউজবিজয়/এফএইচএন