ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

দুর্ভিক্ষ মোকাবেলায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০২:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৩২৫ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগামীতে যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে, তা মোকাবেলায় দেশে খাদ্য উৎপাদন বাড়ানো ও প্রক্রিয়াজাতকরণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশেকে নিয়ে যেতে হবে অভীষ্ট লক্ষ্যে।

মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন। গণভবনপ্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের যুক্ত ছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, আমাদের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে, অর্থাৎ কোভিড-১৯-এর যে অভিঘাত, সে করোনাভাইরাসের কারণে আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তার ওপর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধের ফলে পৃথিবীর উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে পর্যুদস্ত। সেই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু যুবসমাজ অত্যন্ত শক্তিশালী, তাদেরকে আমি আহ্বান করব, আজকে বিভিন্ন সংস্থাও বলছে, সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে। খাদ্যভাব দেখা দেবে। অনেক উন্নত দেশ, সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান।

‘সেই অবস্থায় আমাদের বাংলাদেশটাকে আমাদের এর থেকে মুক্ত রাখতে হলে আমাদেরও প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে, তা ছাড়া খাদ্যপণ্য উৎপাদন করা, প্রক্রিয়াজাত করা- তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেই ক্ষেত্রে আমি আমাদের যুবসমাজকে আহ্বান করব তারা যেন আরও উদ্যোগ নেয়।’

নিজ নিজ এলাকায় উদ্যোগ নিতে যুবকদের প্রতি পরামর্শ রেখে সরকারপ্রধান বলেন, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত করা- সেটা আমরা যেমন আমাদের দেশের চাহিদা মেটাতে পারব, আবার অনেক দুর্ভিক্ষপীড়িত দেশকে আমরা সহযোগিতাও করতে পারব। কেননা, আমাদের মাটি অত্যন্ত উর্বর। আর আমাদের সবেচেয়ে বড় কথা যে আমাদের জনশক্তি, এই জনশক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে।

দেশের যুবদের গঠনে সরকার কারিগরি, বৃত্তিমূলক, কৃষিভিত্তিক ও বহুমাত্রিক শিক্ষার ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আত্মকর্মসংস্থানের চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ বিএ, এমএ পাস করে শুধু চাকরি পিছে ছুটলেই চলবে না। নিজেরা নিজেদের কাজ করতে হবে। নিজের মাস্টার নিজেকেই হতে হবে, নিজে কাজ দিতে হবে।

ডিজিটাল বাংলাদেশ গঠনের পাশাপাশি ইন্টারনেট সেবা দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা মনে করি, একটা প্রশিক্ষিত যুব শ্রেণি গড়ে তোলা এটা একান্তভাবে অপরিহার্য। তবে আজকে আমাদের কত সংখ্যক প্রশিক্ষিত যুবক রয়েছে তার একটা ডেটাবেজ তৈরির পদক্ষেপ চলছে। সেটা হলে পরে আমরা জানতে পারব, কর্মসংস্থান কাদের হয়েছে, আর কাদের হয়নি। যারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না তারাও যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেই ব্যবস্থাটা আমরা নিতে চাই।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নাটোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ!

দুর্ভিক্ষ মোকাবেলায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় :- ০২:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগামীতে যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে, তা মোকাবেলায় দেশে খাদ্য উৎপাদন বাড়ানো ও প্রক্রিয়াজাতকরণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশেকে নিয়ে যেতে হবে অভীষ্ট লক্ষ্যে।

মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন। গণভবনপ্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের যুক্ত ছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, আমাদের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে, অর্থাৎ কোভিড-১৯-এর যে অভিঘাত, সে করোনাভাইরাসের কারণে আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তার ওপর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধের ফলে পৃথিবীর উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে পর্যুদস্ত। সেই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু যুবসমাজ অত্যন্ত শক্তিশালী, তাদেরকে আমি আহ্বান করব, আজকে বিভিন্ন সংস্থাও বলছে, সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে। খাদ্যভাব দেখা দেবে। অনেক উন্নত দেশ, সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান।

‘সেই অবস্থায় আমাদের বাংলাদেশটাকে আমাদের এর থেকে মুক্ত রাখতে হলে আমাদেরও প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে, তা ছাড়া খাদ্যপণ্য উৎপাদন করা, প্রক্রিয়াজাত করা- তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেই ক্ষেত্রে আমি আমাদের যুবসমাজকে আহ্বান করব তারা যেন আরও উদ্যোগ নেয়।’

নিজ নিজ এলাকায় উদ্যোগ নিতে যুবকদের প্রতি পরামর্শ রেখে সরকারপ্রধান বলেন, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত করা- সেটা আমরা যেমন আমাদের দেশের চাহিদা মেটাতে পারব, আবার অনেক দুর্ভিক্ষপীড়িত দেশকে আমরা সহযোগিতাও করতে পারব। কেননা, আমাদের মাটি অত্যন্ত উর্বর। আর আমাদের সবেচেয়ে বড় কথা যে আমাদের জনশক্তি, এই জনশক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে।

দেশের যুবদের গঠনে সরকার কারিগরি, বৃত্তিমূলক, কৃষিভিত্তিক ও বহুমাত্রিক শিক্ষার ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আত্মকর্মসংস্থানের চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ বিএ, এমএ পাস করে শুধু চাকরি পিছে ছুটলেই চলবে না। নিজেরা নিজেদের কাজ করতে হবে। নিজের মাস্টার নিজেকেই হতে হবে, নিজে কাজ দিতে হবে।

ডিজিটাল বাংলাদেশ গঠনের পাশাপাশি ইন্টারনেট সেবা দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা মনে করি, একটা প্রশিক্ষিত যুব শ্রেণি গড়ে তোলা এটা একান্তভাবে অপরিহার্য। তবে আজকে আমাদের কত সংখ্যক প্রশিক্ষিত যুবক রয়েছে তার একটা ডেটাবেজ তৈরির পদক্ষেপ চলছে। সেটা হলে পরে আমরা জানতে পারব, কর্মসংস্থান কাদের হয়েছে, আর কাদের হয়নি। যারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না তারাও যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেই ব্যবস্থাটা আমরা নিতে চাই।

নিউজবিজয়২৪/এফএইচএন