ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

দেবর-ভাবির পাল্টাপাল্টি কর্মসূচি একই দিনে, উত্তপ্ত ময়মনসিংহ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৫:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • ২৬৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ফাইল ছবি

ময়মনসিংহে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে জাতীয় পার্টি। ১৯ নভেম্বর রওশন এরশাদ ও তার দেবর জিএম কাদের পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু এবং ময়মনসিংহ সদর-৪ আসনের তিন বারের সংসদ সদস্য রওশন এরশাদের অসুস্থতার কারণে দলের উচ্চপর্যায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির রাজনীতিতেও। বিভিন্ন সময় রওশন এরশাদ এবং জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন। ১৯ নভেম্বর গোলাম মোহাম্মদ কাদেরকে প্রধান অতিথি করে রওশন এরশাদের বাসার ৫০০ গজ সামনে দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ক্ষিপ্ত রওশন অনুসারীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে গোলাম কাদেরপন্থিদের কুশপুতুল দাহ করে সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। যদিও প্রশাসনের হস্তক্ষেপে একই দিনের কর্মসূচির জায়গা পরিবর্তন হয়েছে। বেলা ১১টায় নগরীর কৃঞ্চচূড়া চত্বরে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা। আর নগরীর টাউন হল মাঠে বিকেল ৩টায় রওশন এরশাদ পক্ষের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠন কর্মী সমাবেশ করবে। বেগম রওশন এরশাদ পন্থী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম জাগো নিউজকে বলেন, ‘একই স্থানে, একই সময়ে কর্মসূচির প্রস্তুতি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে টাউন হলে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী কোনো বিশৃঙ্খলা হবে না।এ বিষয়ে জিএম কাদেরপন্থি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি বলেন, আমাদের কর্মসূচি নগরীর টাউন হল প্রাঙ্গণে হওয়ার কথা ছিল। তবে বেগম রওশন এরশাদপন্থিরা একই দিনে একই সময়ে কর্মসূচির ঘোষণা দেয়। পরে আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থান পরিবর্তন করে কৃঞ্চচুড়া চত্বরে করছি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুই গ্রুপ দুই স্থানে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ ব্যবস্থা নেবে।

মোঃ নজরুল ইসলাম/ নিউজ বিজয়

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৮ এপ্রিল: ২০২৪

দেবর-ভাবির পাল্টাপাল্টি কর্মসূচি একই দিনে, উত্তপ্ত ময়মনসিংহ

প্রকাশিত সময় :- ০৫:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ময়মনসিংহে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে জাতীয় পার্টি। ১৯ নভেম্বর রওশন এরশাদ ও তার দেবর জিএম কাদের পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু এবং ময়মনসিংহ সদর-৪ আসনের তিন বারের সংসদ সদস্য রওশন এরশাদের অসুস্থতার কারণে দলের উচ্চপর্যায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির রাজনীতিতেও। বিভিন্ন সময় রওশন এরশাদ এবং জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন। ১৯ নভেম্বর গোলাম মোহাম্মদ কাদেরকে প্রধান অতিথি করে রওশন এরশাদের বাসার ৫০০ গজ সামনে দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ক্ষিপ্ত রওশন অনুসারীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে গোলাম কাদেরপন্থিদের কুশপুতুল দাহ করে সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। যদিও প্রশাসনের হস্তক্ষেপে একই দিনের কর্মসূচির জায়গা পরিবর্তন হয়েছে। বেলা ১১টায় নগরীর কৃঞ্চচূড়া চত্বরে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা। আর নগরীর টাউন হল মাঠে বিকেল ৩টায় রওশন এরশাদ পক্ষের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠন কর্মী সমাবেশ করবে। বেগম রওশন এরশাদ পন্থী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম জাগো নিউজকে বলেন, ‘একই স্থানে, একই সময়ে কর্মসূচির প্রস্তুতি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে টাউন হলে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী কোনো বিশৃঙ্খলা হবে না।এ বিষয়ে জিএম কাদেরপন্থি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি বলেন, আমাদের কর্মসূচি নগরীর টাউন হল প্রাঙ্গণে হওয়ার কথা ছিল। তবে বেগম রওশন এরশাদপন্থিরা একই দিনে একই সময়ে কর্মসূচির ঘোষণা দেয়। পরে আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থান পরিবর্তন করে কৃঞ্চচুড়া চত্বরে করছি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুই গ্রুপ দুই স্থানে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ ব্যবস্থা নেবে।

মোঃ নজরুল ইসলাম/ নিউজ বিজয়