ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে জাকাত নেয়ার সময় পদদলিত ১১ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১১:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ৩৩৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

পাকিস্তানের করাচিতে রমজান উপলক্ষে জাকাতের আটা আনতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু হলো।

মৃতদের মধ্যে ৮ জন নারী এবং তিন শিশু রয়েছে। শুক্রবার শহরের নৌরুস মোড়ের একটি কারখানার খাদ্য বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যের আটা সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে সরকার বিনামূল্যে আটা বিতরণ কর্মসূচি চালু করলে প্রতিদিনই খাদ্য বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানে জাকাত নেয়ার সময় পদদলিত ১১ জনের মৃত্যু

প্রকাশিত সময় :- ১১:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

পাকিস্তানের করাচিতে রমজান উপলক্ষে জাকাতের আটা আনতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু হলো।

মৃতদের মধ্যে ৮ জন নারী এবং তিন শিশু রয়েছে। শুক্রবার শহরের নৌরুস মোড়ের একটি কারখানার খাদ্য বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যের আটা সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে সরকার বিনামূল্যে আটা বিতরণ কর্মসূচি চালু করলে প্রতিদিনই খাদ্য বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।

নিউজবিজয়২৪/এফএইচএন