ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে প্রতি ২ ঘন্টায় একজন নারী ধর্ষণের শিকার

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৩৪৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

প্রতীকী ছবি

পাকিস্তানে প্রতি দুই ঘণ্টায় একজন নারী ধর্ষণের শিকার হন। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, দেশটিতে নারীদের জন্য অনিরাপদ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ এবং মানবাধিকার মন্ত্রণালয়েরকের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পাকিস্তানি চ্যানেল সামা টিভির তদন্ত ইউনিট (এসআইইউ) পরিচালিত এই সমীক্ষায় আরও দেখা গেছে যে নারীদের ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেলেও দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ০.২ শতাংশ।

নতুন সংগৃহীত তথ্যে দেখা গেছে যে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে ২১ হাজার ৯০০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মানে হল সারা দেশে প্রতিদিন প্রায় ১২ জন নারী বা প্রতি দুই ঘণ্টায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

তথ্য দেখায় যে ২০১৭ সালে, প্রায় ৩ হাজার ৩২৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এটি বেড়ে দাড়ায় ৪ হাজারে। এছড়া ২০১৯ সালে ৪ হাজার ৫৭৩, ২০২০ সালে ৪ হাজার ৪৭৮টি এবং ২০২১ সালে ৫ হাজার ১৬৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

২০২২ সালে, মে থেকে আগস্ট পর্যন্ত পাকিস্তান জুড়ে ৩০৫টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করেছে। কিন্তু বছরের প্রথম চার মাসের জন্য কোনও তথ্য পাওয়া যায়নি। মে (৫৭), জুন (৯১), জুলাই (৮৬) এবং আগস্টে (৭১) টি কেস রিপোর্ট করা হয়েছে।

এদিকে ২০২২ সালে, পাকিস্তানের ৪৪টি আদালতে নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতার ১ হাজার ৩০১টি মামলার শুনানি হয়েছিল। ২ হাজার ৮৫৬টি মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। কিন্তু মাত্র ৪ শতাংশ মামলার বিচার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার ০.২ শতাংশে রয়ে গেছে।

উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৫৬.৪ শতাংশ বা ১০ কোটি ৭০ লাখ নারী।

২০২০ সালে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ৭৫টি দেশের মধ্যে পাকিস্তানকে শীর্ষস্থানে স্থান দেয় যেখানে আদালতে নারী-বিরোধী পক্ষপাতিত্ব রয়েছে।

এই বছরের জুলাই মাসে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত একটি প্রতিবেদনে লিঙ্গ সমতার দিক থেকে পাকিস্তানকে দ্বিতীয় সবচেয়ে খারাপ দেশ হিসাবে রাখা হয়েছে এবং ১৪৬টি দেশের সমীক্ষায় এটিকে ১৪৫তম স্থানে রেখেছে। পাকিস্তানের চেয়ে একধাপ ছিল আফগানিস্তান।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলিও পাকিস্তানকে দেশে অনার কিলিং এর ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, গত চার বছরে ১ হাজার ৯৫৭টি অনার কিলিং এর ঘটনা ঘটেছে। ১৫-৬৭ বছর বয়সী নারীদেরদের মধ্যে অনার কিলিং এর গড় হার প্রতি বছর প্রতি মিলিয়ন নারীর মধ্যে ১৫জন ।

সূত্র:এনডিটিভি নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম

পাকিস্তানে প্রতি ২ ঘন্টায় একজন নারী ধর্ষণের শিকার

প্রকাশিত সময় :- ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

পাকিস্তানে প্রতি দুই ঘণ্টায় একজন নারী ধর্ষণের শিকার হন। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, দেশটিতে নারীদের জন্য অনিরাপদ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ এবং মানবাধিকার মন্ত্রণালয়েরকের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পাকিস্তানি চ্যানেল সামা টিভির তদন্ত ইউনিট (এসআইইউ) পরিচালিত এই সমীক্ষায় আরও দেখা গেছে যে নারীদের ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেলেও দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ০.২ শতাংশ।

নতুন সংগৃহীত তথ্যে দেখা গেছে যে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে ২১ হাজার ৯০০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মানে হল সারা দেশে প্রতিদিন প্রায় ১২ জন নারী বা প্রতি দুই ঘণ্টায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

তথ্য দেখায় যে ২০১৭ সালে, প্রায় ৩ হাজার ৩২৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এটি বেড়ে দাড়ায় ৪ হাজারে। এছড়া ২০১৯ সালে ৪ হাজার ৫৭৩, ২০২০ সালে ৪ হাজার ৪৭৮টি এবং ২০২১ সালে ৫ হাজার ১৬৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

২০২২ সালে, মে থেকে আগস্ট পর্যন্ত পাকিস্তান জুড়ে ৩০৫টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করেছে। কিন্তু বছরের প্রথম চার মাসের জন্য কোনও তথ্য পাওয়া যায়নি। মে (৫৭), জুন (৯১), জুলাই (৮৬) এবং আগস্টে (৭১) টি কেস রিপোর্ট করা হয়েছে।

এদিকে ২০২২ সালে, পাকিস্তানের ৪৪টি আদালতে নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতার ১ হাজার ৩০১টি মামলার শুনানি হয়েছিল। ২ হাজার ৮৫৬টি মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। কিন্তু মাত্র ৪ শতাংশ মামলার বিচার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার ০.২ শতাংশে রয়ে গেছে।

উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৫৬.৪ শতাংশ বা ১০ কোটি ৭০ লাখ নারী।

২০২০ সালে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ৭৫টি দেশের মধ্যে পাকিস্তানকে শীর্ষস্থানে স্থান দেয় যেখানে আদালতে নারী-বিরোধী পক্ষপাতিত্ব রয়েছে।

এই বছরের জুলাই মাসে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত একটি প্রতিবেদনে লিঙ্গ সমতার দিক থেকে পাকিস্তানকে দ্বিতীয় সবচেয়ে খারাপ দেশ হিসাবে রাখা হয়েছে এবং ১৪৬টি দেশের সমীক্ষায় এটিকে ১৪৫তম স্থানে রেখেছে। পাকিস্তানের চেয়ে একধাপ ছিল আফগানিস্তান।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলিও পাকিস্তানকে দেশে অনার কিলিং এর ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, গত চার বছরে ১ হাজার ৯৫৭টি অনার কিলিং এর ঘটনা ঘটেছে। ১৫-৬৭ বছর বয়সী নারীদেরদের মধ্যে অনার কিলিং এর গড় হার প্রতি বছর প্রতি মিলিয়ন নারীর মধ্যে ১৫জন ।

সূত্র:এনডিটিভি নিউজবিজয়২৪/এফএইচএন