ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

পাটগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

  • লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত সময় :- ০১:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ২১৭ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বীর মুক্তিযোদ্ধা ও পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলী (৬৮) নিহতের ঘটনায় বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পাটগ্রাম পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার (২১ জানুয়ারী) দুপুরে পাটগ্রাম উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকিরের উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেস করেন।

 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিক্ষোভ মিছিলটি পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধরলা মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। সেইসঙ্গে আগামী তিন দিন কালোব্যাজ ধারণ, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন।

বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকির হোসেন, আব্দুর রশিদ ও পাটগ্রাম পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম দুলাল।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার বাসার সামনে এম ওয়াজেদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। এম ওয়াজেদ আলী বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য তৎপর রয়েছে পুলিশ।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নাটোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ!

পাটগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

প্রকাশিত সময় :- ০১:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বীর মুক্তিযোদ্ধা ও পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলী (৬৮) নিহতের ঘটনায় বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পাটগ্রাম পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার (২১ জানুয়ারী) দুপুরে পাটগ্রাম উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকিরের উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেস করেন।

 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিক্ষোভ মিছিলটি পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধরলা মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। সেইসঙ্গে আগামী তিন দিন কালোব্যাজ ধারণ, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন।

বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকির হোসেন, আব্দুর রশিদ ও পাটগ্রাম পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম দুলাল।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার বাসার সামনে এম ওয়াজেদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। এম ওয়াজেদ আলী বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য তৎপর রয়েছে পুলিশ।

নিউজবিজয়২৪/এফএইচএন