ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় সড়কের মাঝে বড় গর্ত: যান চলাচলে দুর্ভোগ

রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী হতে সুন্দরগঞ্জ সড়কের সাকোয়ার ব্রিজ সংলগ্ন পাকা সড়কের নিচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হলেও দীর্ঘদিনেও তা মেরামত করা হয়নি। ফলে প্রতিনিয়িত ওই স্থানে ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে পীরগাছা উপজেলার চৌধুরাণী বাজার-সুন্দরগঞ্জ ডিসি সড়কের চৌধুরাণী বাজার থেকে এক কিলোমিটার পূর্বদিকে সাকোয়ার ব্রীজ সংলগ্ন রাস্তার মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। গর্তটি ৫-৭ ফিট গভীর হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও গুরুত্বপূর্ণ সড়কটি আজও মেরামত করা হয়নি। ওই সড়কে প্রতিদিন ছোট-বড় সহস্রাধিক যানবাহন চলাচল করে। এসব যানবাহন প্রায় সময়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মাঝখানে ৫-৭ ফিট গভীর গর্ত। অপরপাশে পিচ উঠে গেছে। ফলে যানবাহন চালকসহ যাত্রী ও পথচারীরা ঝুঁকির পাশাপাশি পড়েছেন চরম দুর্ভোগে । এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন সাময়িক ভাবে ময়লা আবর্জনা দিয়ে গর্তটি ভরাট করলেও ভারী যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনার আশংকা রয়ে গেছে।
ওই এলাকার বাসিন্দা কাওছার আলী বলেন, প্রায় প্রতিদিনেই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে। অজানা যানবাহনগুলো বিপাকে পড়ছে বেশি। কিন্তু কারো কোন পদক্ষেপ নেই।
স্থানীয় দোকানী ছাদেক আলী বলেন, ওই স্থানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনসহ মানুষ চলাচল করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোন সমাধান মেলেনি।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, পাকা সড়কে ৫-৭ ফিট গর্ত নিশ্চয় কোন ইঁদুরের গর্ত নয়। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন। ওই স্থানের পাশের সাইকেল আরোহী খালেক আলী বলেন, দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতে অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রতি রাতে কোন না কোন যানবাহন দুর্ঘটনায় পতিত হয়।
এ বিষয়ে স্থানীয় কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নূর আলম মিয়া বলেন, আমার পরিষদে তো ফান্ড নেই। তাই গর্তটি ভরাটের জন্য উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ওই সড়কে চৌধুরাণী থেকে কান্দি পর্যন্ত সংস্কার কাজ প্রক্রিয়াধীন। বিষয়টি দেখে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

খালেদা-তারেককে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি

পীরগাছায় সড়কের মাঝে বড় গর্ত: যান চলাচলে দুর্ভোগ

প্রকাশিত সময় :- ০৭:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী হতে সুন্দরগঞ্জ সড়কের সাকোয়ার ব্রিজ সংলগ্ন পাকা সড়কের নিচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হলেও দীর্ঘদিনেও তা মেরামত করা হয়নি। ফলে প্রতিনিয়িত ওই স্থানে ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে পীরগাছা উপজেলার চৌধুরাণী বাজার-সুন্দরগঞ্জ ডিসি সড়কের চৌধুরাণী বাজার থেকে এক কিলোমিটার পূর্বদিকে সাকোয়ার ব্রীজ সংলগ্ন রাস্তার মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। গর্তটি ৫-৭ ফিট গভীর হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও গুরুত্বপূর্ণ সড়কটি আজও মেরামত করা হয়নি। ওই সড়কে প্রতিদিন ছোট-বড় সহস্রাধিক যানবাহন চলাচল করে। এসব যানবাহন প্রায় সময়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মাঝখানে ৫-৭ ফিট গভীর গর্ত। অপরপাশে পিচ উঠে গেছে। ফলে যানবাহন চালকসহ যাত্রী ও পথচারীরা ঝুঁকির পাশাপাশি পড়েছেন চরম দুর্ভোগে । এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন সাময়িক ভাবে ময়লা আবর্জনা দিয়ে গর্তটি ভরাট করলেও ভারী যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনার আশংকা রয়ে গেছে।
ওই এলাকার বাসিন্দা কাওছার আলী বলেন, প্রায় প্রতিদিনেই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে। অজানা যানবাহনগুলো বিপাকে পড়ছে বেশি। কিন্তু কারো কোন পদক্ষেপ নেই।
স্থানীয় দোকানী ছাদেক আলী বলেন, ওই স্থানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনসহ মানুষ চলাচল করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোন সমাধান মেলেনি।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, পাকা সড়কে ৫-৭ ফিট গর্ত নিশ্চয় কোন ইঁদুরের গর্ত নয়। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন। ওই স্থানের পাশের সাইকেল আরোহী খালেক আলী বলেন, দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতে অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রতি রাতে কোন না কোন যানবাহন দুর্ঘটনায় পতিত হয়।
এ বিষয়ে স্থানীয় কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নূর আলম মিয়া বলেন, আমার পরিষদে তো ফান্ড নেই। তাই গর্তটি ভরাটের জন্য উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ওই সড়কে চৌধুরাণী থেকে কান্দি পর্যন্ত সংস্কার কাজ প্রক্রিয়াধীন। বিষয়টি দেখে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

নিউজবিজয়২৪/এফএইচএন