ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

বদলগাছীতে আদালতের আদেশ অমান্য করে ভোগদখলীয় জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অমান্য করে প্রভাব খাটিয়ে ক্রয়কৃত ৩০বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির কানুপুর গ্রামে।

মামলা সূত্রে জানাযায় বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির কানুপুর গ্রামের বাসিন্দা ১।হাফিজুর রহমান (৬০)২।মিজানুর রহমান ৫২)৩। আশরাফুল (৪২)৪।শাজাহান সিরাজ(৪০ ও তার লোকজন যাতে এই বিরোধপূর্ণ জমি দখল করতে না পারেন সেজন্য একই কানুপুর গ্রামের মৃত অখিল চন্দ্র দেবনাথের নিকূঞ্জ দেবনাথ (২৭) বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।যাহার নম্বর- ২৯৭পি/২০২২(বদল)। এরপর গত ২০/০৫/২২ তারিখে আদালত বিরোধপূর্ণ জমির ওপর ফৌজদারি কার্যাবলির আইনের ১৪৪/১৪৫ ধারা জারি এবং দখল বিষয়ে বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দখল বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখর জন্য বদলগাছী থানা অফিসার ইনচার্জকে নিদের্শ দেন।

আদালতের নিদের্শের পরও বদলগাছী উপজেলার কানুপুর গ্রামের ১।হাফিজুর রহমান (৬০)২।মিজানুর রহমান(৫২)৩। আশরাফুল (৪৫) ৪।শাজাহান (৪০)সিরাজ দলবদ্ধ হয়ে গত ১৪ ই জুন মঙ্গলবার জমিদখলের চেষ্টা করেন।
এই ঘটনায় বদলগাছী উপজেলার কানুপুর গ্রামের মৃতিল চন্দ্র দেবনাথের ছেলে নিকূঞ্জ দেবনাথ (২৭)বাদী হয়ে ১৫/০৬/২২ বুধবার সকালে বদলগাছী থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, মামলা বিচারাধীন থাকা অবস্থায় ১।হাফিজুর রহমান ২।মিজানুর রহমান৩। আশরাফুল৪।শাজাহান সিরাজ স্থানীয় প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্রের সহায়তায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত১৪/০৬/২২ তারিখে সকাল আনুমানিক সাড়ে ৫টায় বিবাদীগন দলবদ্ধ হয়ে হাাসুয়া,দা, শাবল চাকু কোদাল নিয়ে উক্ত জমির আম গাছের ডালপালা কেটে সমস্ত আম পাড়েএবং বাঁশের খুটি দিয়ে জমির চারপাশে বেড়া দেয়। এবং বাগানের একপাশে আমার খড়িৎ আরতে রাখা খরি গুলো জোরপূর্বক রাস্তায় ফেলে চলাচল বন্ধ করে বিবাদীগন তাদের জমি দখলের পাঁয়তারা করছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছেন না।

এ ব‍্যপারে স্হানীয় নিবেশ চন্দ্র (৩৫)জানান, খব সকালে মিজানুর,হাফিজার সংগবদ্ধ ভাবে এসে বাগানের গাছ কেটে আম পাড়েও জমির চারপাশে বাশ দিয় বেড়া দেয়। বাগানে রাখা খরির আড়ৎ এর সব খড়ি রাস্তায় ফেলে পথ বন্ধ করে দেয়।

এ ব‍্যপারে মিজানুর রহমান বলেন(৫২), আমি এ ব‍্যপারে কিছুই জানিনা।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি।তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নাটোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ!

বদলগাছীতে আদালতের আদেশ অমান্য করে ভোগদখলীয় জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ

প্রকাশিত সময় :- ০৮:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

নওগাঁর বদলগাছীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অমান্য করে প্রভাব খাটিয়ে ক্রয়কৃত ৩০বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির কানুপুর গ্রামে।

মামলা সূত্রে জানাযায় বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির কানুপুর গ্রামের বাসিন্দা ১।হাফিজুর রহমান (৬০)২।মিজানুর রহমান ৫২)৩। আশরাফুল (৪২)৪।শাজাহান সিরাজ(৪০ ও তার লোকজন যাতে এই বিরোধপূর্ণ জমি দখল করতে না পারেন সেজন্য একই কানুপুর গ্রামের মৃত অখিল চন্দ্র দেবনাথের নিকূঞ্জ দেবনাথ (২৭) বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।যাহার নম্বর- ২৯৭পি/২০২২(বদল)। এরপর গত ২০/০৫/২২ তারিখে আদালত বিরোধপূর্ণ জমির ওপর ফৌজদারি কার্যাবলির আইনের ১৪৪/১৪৫ ধারা জারি এবং দখল বিষয়ে বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দখল বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখর জন্য বদলগাছী থানা অফিসার ইনচার্জকে নিদের্শ দেন।

আদালতের নিদের্শের পরও বদলগাছী উপজেলার কানুপুর গ্রামের ১।হাফিজুর রহমান (৬০)২।মিজানুর রহমান(৫২)৩। আশরাফুল (৪৫) ৪।শাজাহান (৪০)সিরাজ দলবদ্ধ হয়ে গত ১৪ ই জুন মঙ্গলবার জমিদখলের চেষ্টা করেন।
এই ঘটনায় বদলগাছী উপজেলার কানুপুর গ্রামের মৃতিল চন্দ্র দেবনাথের ছেলে নিকূঞ্জ দেবনাথ (২৭)বাদী হয়ে ১৫/০৬/২২ বুধবার সকালে বদলগাছী থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, মামলা বিচারাধীন থাকা অবস্থায় ১।হাফিজুর রহমান ২।মিজানুর রহমান৩। আশরাফুল৪।শাজাহান সিরাজ স্থানীয় প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্রের সহায়তায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত১৪/০৬/২২ তারিখে সকাল আনুমানিক সাড়ে ৫টায় বিবাদীগন দলবদ্ধ হয়ে হাাসুয়া,দা, শাবল চাকু কোদাল নিয়ে উক্ত জমির আম গাছের ডালপালা কেটে সমস্ত আম পাড়েএবং বাঁশের খুটি দিয়ে জমির চারপাশে বেড়া দেয়। এবং বাগানের একপাশে আমার খড়িৎ আরতে রাখা খরি গুলো জোরপূর্বক রাস্তায় ফেলে চলাচল বন্ধ করে বিবাদীগন তাদের জমি দখলের পাঁয়তারা করছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছেন না।

এ ব‍্যপারে স্হানীয় নিবেশ চন্দ্র (৩৫)জানান, খব সকালে মিজানুর,হাফিজার সংগবদ্ধ ভাবে এসে বাগানের গাছ কেটে আম পাড়েও জমির চারপাশে বাশ দিয় বেড়া দেয়। বাগানে রাখা খরির আড়ৎ এর সব খড়ি রাস্তায় ফেলে পথ বন্ধ করে দেয়।

এ ব‍্যপারে মিজানুর রহমান বলেন(৫২), আমি এ ব‍্যপারে কিছুই জানিনা।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি।তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

নিউজবিজয়/এফএইচএন