ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

বাংলাদেশের ওপর দিয়ে বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালু করছে ভারত

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৬:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ২৭১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালু করছে ভারত। বিলাসবহুল এই নৌবিহারটি তার যাত্রাপথে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথ অতিক্রম করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ জানুয়ারি এই নৌবিহারের উদ্বোধন করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিদেশি পর্যটকদের নিয়ে এই নৌবিহারে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার। এই যাত্রাপথের মধ্যে বাংলাদেশেই রয়েছে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার। যাত্রাপথে ক্রুজটি সবমিলিয়ে ২৭টি নদীর ওপর দিয়ে যাবে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ম্যাপ অনুযায়ী, উত্তর প্রদেশের বারানসি থেকে এই নৌবিহার শুরু হবে। তারপর সেটি নৌপথে বিহারের পাটনা, পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন পর্যটন স্থান ছুঁয়ে বাংলাদেশের জলপথে প্রবেশ করবে।

নৌবিহারের যাত্রাপথে বাংলাদেশের মোংলা বন্দর, সুন্দরবনের কটকা সমুদ্রসৈকত, হারবাড়িয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, বরিশাল, মেঘনা ঘাট, নারায়ণগঞ্জের সোনারগাঁ, মানিকগঞ্জের আরিচা ঘাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী পড়বে। এরপর নৌবিহারটি আবার ভারতে প্রবেশ করে শেষ হবে আসামের দিব্রুগড়ে গিয়ে।

নৌবিহারে অংশ নেওয়া পর্যটকরা ৫০ দিনে ৫০টি পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে বারানসির গঙ্গা আরতি, কাজিরাঙা জাতীয় উদ্যান ও সুন্দরবনের মতো পর্যটনকেন্দ্রগুলো।

গত শুক্রবার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোদি। একইদিন তিনি ওই নৌবিহার চালুর ঘোষণা দেন। মোদি বলেন, ‘এটি বিশ্বের একটি অনন্য নৌবিহার হবে। একই সঙ্গে ভারতে উঠতির দিকে থাকা নৌবিহার পর্যটনকে সামনে আনবে।’

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

চলতি মাসে তিন দফায় রেকর্ডর পর কিছুটা কমলো স্বর্ণের দাম

বাংলাদেশের ওপর দিয়ে বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালু করছে ভারত

প্রকাশিত সময় :- ০৬:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালু করছে ভারত। বিলাসবহুল এই নৌবিহারটি তার যাত্রাপথে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথ অতিক্রম করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ জানুয়ারি এই নৌবিহারের উদ্বোধন করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিদেশি পর্যটকদের নিয়ে এই নৌবিহারে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার। এই যাত্রাপথের মধ্যে বাংলাদেশেই রয়েছে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার। যাত্রাপথে ক্রুজটি সবমিলিয়ে ২৭টি নদীর ওপর দিয়ে যাবে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ম্যাপ অনুযায়ী, উত্তর প্রদেশের বারানসি থেকে এই নৌবিহার শুরু হবে। তারপর সেটি নৌপথে বিহারের পাটনা, পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন পর্যটন স্থান ছুঁয়ে বাংলাদেশের জলপথে প্রবেশ করবে।

নৌবিহারের যাত্রাপথে বাংলাদেশের মোংলা বন্দর, সুন্দরবনের কটকা সমুদ্রসৈকত, হারবাড়িয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, বরিশাল, মেঘনা ঘাট, নারায়ণগঞ্জের সোনারগাঁ, মানিকগঞ্জের আরিচা ঘাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী পড়বে। এরপর নৌবিহারটি আবার ভারতে প্রবেশ করে শেষ হবে আসামের দিব্রুগড়ে গিয়ে।

নৌবিহারে অংশ নেওয়া পর্যটকরা ৫০ দিনে ৫০টি পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে বারানসির গঙ্গা আরতি, কাজিরাঙা জাতীয় উদ্যান ও সুন্দরবনের মতো পর্যটনকেন্দ্রগুলো।

গত শুক্রবার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোদি। একইদিন তিনি ওই নৌবিহার চালুর ঘোষণা দেন। মোদি বলেন, ‘এটি বিশ্বের একটি অনন্য নৌবিহার হবে। একই সঙ্গে ভারতে উঠতির দিকে থাকা নৌবিহার পর্যটনকে সামনে আনবে।’